—প্রতীকী ছবি।
দলের তরফে আনুষ্ঠানিক ঘোষণার আগেই মেঘালয়ের তুরায় লোকসভা ভোটে তৃণমূল লড়বে বলে ঘোষণা করে দিলেন মুকুল সাংমা। অর্থাৎ, অসমের পরে মেঘালয়েও সম্ভবত একজোট হতে পারল না ‘ইন্ডিয়া’র শরিকেরা।
পাঁচ জন বিধায়ক থাকা তৃণমূলের জোর গারো পাহাড়েই বেশি। সেখানে দু’বারের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, তাঁর মেয়ে মিয়ানি ডি শিরা, চিকিৎসক মিজ়ানুর রহমান কাজি, রূপা এম মারাক বিধায়ক। খাসি পাহাড়ে তৃণমূলের একমাত্র প্রতিনিধি চার্লস পিংরোপ। মুকুল জানান, তৃণমূল তুরায় লড়বে। শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা হবে। শিলংয়ের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। তুরায় কি তিনিই লড়বেন? মুকুল জানান, রাজ্য রাজনীতিতেই আপাতত মন দিতে চান। একদা তুরার সাংসদ ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী কনরাড সাংমার বাবা প্রয়াত পি এ সাংমা। এ বার সেখানে এনপিপি-র প্রার্থী বর্তমান সাংসদ আগাথা সাংমা। চার বারের বিধায়ক ও মন্ত্রী আমপারিন লিংডো তাঁদের শিলংয়ের প্রার্থী। এনডিএ জোটের সবার সমর্থন চেয়েছেন কনরাড। এ দিকে কংগ্রেস তুরায় বিধায়ক সালেং এ সাংমা ও শিলংয়ে বর্তমান সাংসদ ভিনসেন্ট পালার নাম প্রার্থী হিসেবে চূড়ান্ত করে হাইকমান্ডের কাছে পাঠিয়েছে।