অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
বুথফেরত সমীক্ষাগুলি নরেন্দ্র মোদীর তৃতীয় বারের জন্য দিল্লির মসনদ দখল করার ইঙ্গিত দিয়েছে। সেই সমীক্ষা জানিয়েছে, বাংলাতেও বিজেপি সর্বাধিক আসন জিততে পারে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন। রবিবার বিকেলে তৃণমূলের ৪২ জন প্রার্থী-সহ সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। সেই বৈঠকেই শেষ পর্যন্ত গণনাকেন্দ্রের মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ দিয়েছেন ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ।
তৃণমূল সূত্রে খবর, বৈঠকে অভিষেক নির্দেশ দিয়েছেন, প্রতিটি লোকসভা কেন্দ্রে গণনার জন্য এক জন পর্যবেক্ষক নিয়োগ করতে হবে। সোমবারের মধ্যেই গণনার জন্য এজেন্টদের একত্রিত করে বৈঠক করে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে। গণনার সময় কোনও কোনও টেবিলে তৃণমূল প্রার্থী পিছিয়ে পড়তেই পারেন। কিন্তু তা বলে কাউন্টিং এজেন্টদের মনোবল যেন কোনও ভাবেই ভেঙে না পড়ে। জেলার নেতৃত্বকে, কাউন্টিং এজেন্টদের এ বিষয়ে উদ্যোগী হতে হবে। শেষ ইভিএম গণনা পর্যন্ত কোনও ভাবেই গণনাকেন্দ্র ছাড়া যাবে না, তাও স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। সঙ্গে বুথফেরত সমীক্ষা নিয়ে অভিষেক বলেছেন, ‘‘২০১৪ সালে আমরা ৩৪টি আসন জিতেছিলাম। সে বারও এগজ়িট পোল আমাদের এতগুলো আসন জেতার কথা বলেনি। এ বার আমরা তার থেকেও ভাল ফল করব। ২০১৬ ও ২০২১ সালেও এগজ়িট পোলে আমরা অনেক কম আসন পাব বলে দেখানো হয়েছিল। পরে দেখা গিয়েছিল, এগজ়িট পোলের পূর্বাভাস ছাপিয়ে আমার ২১০টির বেশি আসন পেয়েছিলাম।’’
বিরোধী দলগুলি ভোটগণনা কেন্দ্রে নানা প্ররোচনা দিতে পারে। সে ক্ষেত্রে দলের কাউন্টিং এজেন্টদের মাথা ঠান্ডা রেখে ভোট গণনায় অংশগ্রহণ করতে বলেছেন অভিষেক। সঙ্গে যে সব কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেখানে বাড়তি নজর দিতে বলা হয়েছে দলের জেলা নেতৃত্বকে। যাঁরা গণনাকেন্দ্রে লড়াই করে দলের জয় এনে দেবেন, ভোট মিটে গেলে তাঁদের কলকাতায় এনে তৃণমূলের তরফে সংবর্ধিত করা হবে বলেও জানিয়েছেন তিনি। তবে বার বার দাঁতে দাঁত চেপে গণনাকেন্দ্রে থেকে লড়াই করার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সেনাপতি।