ছবি: সংগৃহীত।
ডুবন্ত টাইটানিক থেকে প্রাণ বাঁচিয়েছিলেন ৭০০ জন যাত্রীর। নিলামে সেই ক্যাপ্টেনের পকেটঘড়ির দাম উঠল ২০ লক্ষ ডলার! ধ্বংস হয়ে যাওয়া জাহাজের সঙ্গে সম্পর্কিত যে সব স্মরণীয় জিনিস নিলামে উঠেছিল, তার মধ্যে এই ঘড়িটি রেকর্ড দামে বিক্রি হয়েছে বলে খবর।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৮ ক্যারেটের ‘টিফানি অ্যান্ড কোং’ সংস্থার ওই ঘড়িটি ছিল ক্যাপ্টেন আর্থার রোস্ট্রনের। ডুবে যাওয়া জাহাজ থেকে ৭০০ জনকে উদ্ধার করেছিলেন তিনি। প্রাণরক্ষা করেছিলেন তাঁদের। পরে বেঁচে যাওয়া তিন মহিলা যাত্রী আর্থারকে ওই ঘড়িটি দেন।
১৯১২ সালে প্রথম যাত্রাতেই হিমশৈলের চুড়ার সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে গিয়েছিল টাইটানিক। সেই ঘটনায় মারা গিয়েছিলেন অনেকে। সেই দুর্ঘটনাস্থলের কাছেই ছিল যাত্রিবাহী অন্য একটি জাহাজ ‘আরএমএস কারপাথিয়া’। সেই জাহাজের ক্যাপ্টেন ছিলেন আর্থার। খবর পেয়েই নিজের জাহাজের মুখ দুর্ঘটনাস্থলের দিকে ঘোরান তিনি। উদ্ধার করেন অনেককে। এর পরেই তিন যাত্রী আর্থারকে পকেটঘড়িটি উপহারস্বরূপ দিয়েছিলেন। নিলামে সেই ঘড়িরই দাম উঠল ২০ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৭ কোটি টাকা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই তিন যাত্রীর মধ্যে এক জন ছিলেন টাইটানিকে থাকা অন্যতম বিত্তশালী জন জ্যাকব অ্যাস্টরের স্ত্রী। দুর্ঘটনায় জনের মৃত্যু হয়েছিল। সেই সময় ঘড়িটি তাঁর সঙ্গেই ছিল। দুর্ঘটনার সাত দিন পর সেই ঘড়ি উদ্ধার হলে সেটি উপহার হিসাবে আর্থারের হাতে তুলে দেওয়া হয়।
নিলামকারী হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন্স গত শনিবার আমেরিকার এক জন ব্যক্তিগত সংগ্রাহকের কাছে ঘড়িটি বিক্রি করেছেন।