তাপস রায়। ছবি: ফেসবুক।
কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের পোলিং এজেন্টকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, ভোট মিটে যাওয়ার পর শনিবার গভীর রাতে রমেশ সাউ নামে দলীয় এক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। রমেশ বেলেঘাটার একটি বুথে তাপসের পোলিং এজেন্ট হিসাবে কাজ করেছেন শনিবার। কলকাতা পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই বিজেপি কর্মীর অভিযোগ, ভোট শেষে তাঁকে ধাপা এলাকায় তুলে নিয়ে যায় তৃণমূলের লোকজন। বুথে বসার ‘শাস্তি’ হিসাবে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রমেশের। তিনি তাপসের হয়ে ২৮৩ নম্বর বুথের পোলিং এজেন্ট হিসাবে কাজ করেছেন।
বিজেপির অভিযোগ, তাদের কর্মীকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করা হয়েছিল। হামলার নেপথ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে বলে বিজেপির অভিযোগ। আহত কর্মীকে রাতেই নিয়ে যাওয়া হয় ট্যাংরা থানায়। সেখানে লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপির তরফে। কিন্তু বিজেপি নেতৃত্বের অভিযোগ, যিনি এই ঘটনায় মূল অভিযুক্ত তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। এখনও এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলেই বিজেপির দাবি।
কলকাতা উত্তরের বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ বলেন, ‘‘স্থানীয় তৃণমূল নেতা শেখ দৌলতের নেতৃত্বে তৃণমূলের গুন্ডাবাহিনী আমাদের কর্মীদের রক্তাক্ত করেছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পুলিশ ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।’’ ঘটনার কথা জানতে পেরে আহত ওই কর্মীর খোঁজখবর নেন বিজেপি প্রার্থী তাপসও।
তৃণমূলের তরফে ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জীবন সাহা বলেন, ‘‘ভোটগ্রহণের সময় কিছু হল না, শেষ হয়ে যাওয়ার পর আমাদের লোকেরা ওদের পোলিং এজেন্টকে তুলে নিয়ে গিয়ে মারধোর করল! এমন অভিযোগ ভিত্তিহীন। এই ঘটনার সঙ্গে আমাদের কোনও যোগ নেই। পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীকে শাস্তি দিক। আমরা এই দাবি করেছি।’’
অন্য দিকে, শনিবার গভীর রাতে ফুলবাগান এলাকায় তাঁদের বাড়ি ভাঙচুর করা হয়েছে এই অভিযোগ তুলে ফুলবাগান থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখিয়েছেন তমোঘ্ন-সহ বিজেপি কর্মীরা।