TMC Jana Garjana

মমতা-অভিষেকের আগে ব্রিগেডের মঞ্চে সপ্তরথী! গ্ল্যামার নয়, সামাজিক ও ধর্মীয় বৈচিত্রেই জোর

ব্রিগেড সমাবেশ থেকেই আসন্ন লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করছে রাজ্যের শাসকদল। এই সভা থেকেই লোকসভার ৪২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ০৮:০২
Share:

ব্রিগেড সমাবেশে তৃণমূলের সাত বক্তা। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১৩:৪১ key status

কে কী বললেন

  • ব্রিগেড মঞ্চে প্রথমেই বলতে ওঠেন সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া। তিনি ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তোলেন। সেই সঙ্গে জানান, বঞ্চনার টাকা মিটিয়ে দিচ্ছে রাজ্যের সরকার।
  • এর পরেই বিরবাহা হাঁসদা মঞ্চে ওঠেন। তিনি সাঁওতালি ভাষায় ভাষণ দিয়েছেন। বিরবাহার আক্রমণের কেন্দ্রে ছিল কেন্দ্রীয় বঞ্চনা। তিনি জানান, কেন্দ্র সাঁওতাল মহিলাকে রাষ্ট্রপতির আসনে বসিয়েছে ভোটবাক্সে প্রভাব ফেলার জন্য। কিন্তু সেই রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে।
  • প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ ব্রিগেডে বলেন, ‘‘আমি বাংলা জানি না। আশা করছি, পরের বার যখন এই মঞ্চে উঠব, বাংলায় ভাষণ দেব। যত দিন বাঁচব, দিদির সঙ্গেই থাকব।’’
  • শিখ নেতা জার্নেল সিংহ বলেন, ‘‘ভারতের স্বাধীনতায় বাংলা এবং পঞ্জাবের বড় ভূমিকা রয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার এই দুই রাজ্যকে দমিয়ে দিতে চাইছে।’’ সন্দেশখালিতে শিখ পুলিশ আধিকারিককে ‘খলিস্তানি’ বলা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা-ও উঠে এসেছে জার্নেলের ভাষণে।
  • মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। তিনি বিজেপি নেতাদের দুর্নীতির বিরুদ্ধে সরব হন। মঞ্চে দলিল দেখিয়ে জানান, কোন বিজেপি নেতা বেআইনি ভাবে কোন সম্পত্তি হস্তগত করেছেন।
  • খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন সঞ্জয় কুজুর। ডুয়ার্সের চা বাগান উঠে এসেছে তাঁর ভাষণে।
  • ফিরহাদ হাকিমের ব্রিগেড-বক্তৃতায় উঠে আসে সন্দেশখালি, ১০০ দিনের কাজে বঞ্চনা এবং ইডি, সিবিআইয়ের প্রসঙ্গ।
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১৩:০৭ key status

সপ্তরথী কারা

ব্রিগেডে তৃণমূলের বক্তাদের তালিকায় ছিলেন মন্ত্রী বিরবাহা হাঁসদা এবং ফিরহাদ হাকিম। এ ছাড়া রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর (মতুয়া), গোয়া তৃণমূলের ইন-চার্জ তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ (মৈথিলি), শিখ নেতা জার্নেল সিংহ, সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া (তফসিলি জনজাতি), নাগরাকাটার তৃণমূল সভাপতি সঞ্জয় কুজুর (খ্রিস্টান)।

Advertisement
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১২:৫৪ key status

তৃণমূলের সাত বক্তা

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে ব্রিগেডে তৃণমূলের তরফে সাত জন ভাষণ দিলেন। তালিকায় রয়েছেন রাজ্যের দুই মন্ত্রী। এই পর্যায়ে তৃণমূলের বক্তাদের মধ্যে বিভিন্ন ধর্মের প্রতিনিধিত্ব ছিল।

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১২:৩৯ key status

ব্রিগেডের মঞ্চে শিখ নেতা

ব্রিগেডের মঞ্চে শিখ নেতা জার্নেল সিংহ।

Advertising
Advertising
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১২:৩৫ key status

মঞ্চে ফিরহাদ

ব্রিগেডের মঞ্চে ফিরহাদ হাকিমের বক্তৃতা শুরু হয়েছে। সন্দেশখালি প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘আদালত অবস্থান স্পষ্ট করার পরের দিনই শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে।’’

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১২:৩০ key status

ব্রিগেডে ভিড়

ব্রিগেড সমাবেশে ভিড়ের ছবি।

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১২:২৩ key status

ব্রিগেডে পৌঁছলেন অভিষেক

ব্রিগেডে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১২:১৯ key status

বলছেন মমতাবালা ঠাকুর

কীর্তি আজাদের পর ব্রিগেডের মঞ্চে ভাষণ দিতে উঠেছেন রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। ভাষণে বিজেপির নেতামন্ত্রীদের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি। 

মমতাবালা ঠাকুর। রবিবার। — নিজস্ব চিত্র

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১২:১১ key status

বলছেন কীর্তি আজাদ

বিরবাহার পর এ বার মঞ্চে বলছেন গোয়া তৃণমূলের ইন-চার্জ কীর্তি আজাদ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান তিনি। বলেন, ‘‘যত দিন বাঁচব, দিদির সঙ্গেই থাকব।’’

কীর্তি আজাদ। রবিবার। — নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১২:০৭ key status

সাঁওতালি ভাষায় বিরবাহা হাঁসদা

ব্রিগেডে সাঁওতালি ভাষায় ভাষণ দিলেন বিরবাহা হাঁসদা।

ভাষণ দিচ্ছেন বিরবাহা হাঁসদা। রবিবার। — নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১২:০০ key status

শুরু বক্তৃতা

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ব্রিগেড-মঞ্চে শুরু হল বক্তৃতা। সিতাইয়ের বিধায়ক জগদীশ বাসুনিয়া, বিরবাহা হাঁসদারা একে একে ভাষণ দিচ্ছেন।

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১১:৫৮ key status

বেরোলেন অভিষেক

কালীঘাট থেকে বেরিয়ে ব্রিগেডের উদ্দেশে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১১:৫২ key status

প্রার্থিতালিকা নিয়ে জল্পনা

তৃণমূলের প্রার্থিতালিকা ঘোষণা করা হবে— এই খবর ছড়িয়ে পড়তেই ব্রিগেডের মাঠে জল্পনা শুরু হয়েছে। কোন কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে চর্চা চলছে। 

ব্রিগেডের মঞ্চ। রবিবার। — নিজস্ব চিত্র।

ব্রিগেডের মঞ্চে চলছে বাউল গান। রবিবার। — নিজস্ব চিত্র

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১১:৪০ key status

সেজে উঠেছে ব্রিগেড

ব্রিগেডের অভিনব মঞ্চ। রবিবার। — নিজস্ব চিত্র।

ব্রিগেডের মঞ্চে অনুষ্ঠান চলছে। রবিবার। — নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১১:২৮ key status

চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান

ব্রিগেড সভামঞ্চে আর কিছু ক্ষণের মধ্যে তৃণমূল নেতা-নেত্রীদের বক্তৃতা শুরু হবে। তার আগে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। 

ব্রিগেডের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার। — নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১০:৫৪ key status

ব্রিগেডেই প্রার্থিতালিকা প্রকাশ

ব্রিগেড থেকেই তৃণমূলের প্রার্থিতালিকা প্রকাশ করা হবে। তেমনটাই জানানো হয়েছে তৃণমূলের তরফে। ব্রিগেডের মঞ্চ থেকে ৪২টি আসনেরই প্রার্থীর নাম ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১০:৪৭ key status

হাওড়া থেকে লঞ্চে ভিড়

হাওড়া স্টেশন থেকে বহু মানুষ লঞ্চে ব্রিগেড পৌঁছচ্ছেন। সকাল থেকে ফেরি পরিষেবায় চোখে পড়ার মতো ভিড়। — নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১০:৪৪ key status

কী বলছেন পার্থ ভৌমিক

শিয়ালদহ স্টেশন থেকে রাজ্য়ের মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, ‘‘কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। বাংলার মানুষ দিদির পাশেই আছেন। কেন্দ্র তো বাংলাকেই বঞ্চনা করছে। ফলে বঞ্চনার প্রতিবাদে যিনি লড়ছেন, মানুষ তাঁর পাশেই থাকবে। দিল্লিকে কাঁপিয়ে দেবে ‘জনগর্জন সভা’। তৃণমূলের ব্রিগেডের দিনই সন্দেশখালিতে সভার আয়োজন করেছে বিজেপি, যার নেতৃত্বে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পার্থ সে প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, ‘‘শুভেন্দুর সভায় সন্দেশখালির মানুষ কত, আর বাইরের লোক কত আছেন, আপনারা সেটা দেখান।’’

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১০:৩৮ key status

একে একে পৌঁছচ্ছে মিছিল

শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে তৃণমূলের কর্মী-সমর্থকেরা ব্রিগেডে যাচ্ছেন। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু করে হাজরা কিংবা হাওড়া স্টেশন, একাধিক মিছিল এগোচ্ছে ব্রিগেডের দিকে।

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১০:২৬ key status

ভরে উঠছে ব্রিগেড

রবিবার সকাল ১১টা থেকে ব্রিগেডে তৃণমূলের সমাবেশ শুরু হওয়ার কথা। তার আগে ময়দান ক্রমশ ভরে উঠছে। বিভিন্ন জায়গা থেকে বাসে কিংবা হেঁটে মিছিল করে তৃণমূল সমর্থকেরা ময়দানের দিকে যাচ্ছেন। দলের পতাকা হাতে নিয়ে ব্রিগেড মাঠে ভিড় করেছেন বহু মানুষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement