বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। —ফাইল চিত্র।
কলকাতা হাই কোর্টে স্বস্তি পেলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তাঁর রক্ষাকবচের আবেদন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট।
তাঁর বিরুদ্ধে কতগুলি মামলা করেছে পুলিশ, তা জানতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা। পাশাপাশি হাই কোর্টের কাছে নিরাপত্তা এবং রক্ষাকবচ চেয়েও আবেদন করেন তিনি। মঙ্গলবার আদালত জানায়, গত ১২ মে রেখা পাত্রের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছিল, তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকবে। আগামী ১৪ জুন পর্যন্ত ওই মামলায় কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।
সন্দেশখালির স্টিং ভিডিয়োকাণ্ডে বিজেপির সন্দেশখালির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল এবং বসিরহাটের বিজেপি প্রার্থী রেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল থানায়।ভিডিয়োটির সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি। তবে গত ৪ মে প্রকাশ্যে আসা ৩২ মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিয়োয় গঙ্গাধরকে বলতে শোনা গিয়েছিল, সন্দেশখালিতে ধর্ষণের ঘটনা আদৌ ঘটেনি। পুরোটাই সাজানো। এমনকি, যে রেখাকে সন্দেশখালির আন্দোলনের পুরোভাগে দেখা গিয়েছিল, তিনিও দু’হাজার টাকার বিনিময়ে ধর্ষণের অসত্য অভিযোগ দায়ের করেছিলেন পুলিশের কাছে। দিয়েছিলেন গোপন জবানবন্দিও। রেখা সেই অভিযোগ অস্বীকার করলেও তাঁর বিরুদ্ধে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ ঘটনার তদন্তও শুরু করে। এর পরেই হাই কোর্টের দ্বারস্থ হন রেখা।
আদালতকে রেখা জানিয়েছিলেন, তাঁর সন্দেহ তাঁর বিরুদ্ধে আরও মামলা হয়ে থাকতে পারে। তাই পুলিশ তাঁর বিরুদ্ধে ঠিক ক'টি মামলা করেছে, তা জানতে চান তিনি। গত বুধবার কলকাতা হাই কোর্টে ওই আবেদন করেন রেখা। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে যাতে কোনও কড়া আইনি পদক্ষেপ না করা হয়, সে জন্য রক্ষাকবচও চান।
গত সপ্তাহে হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলাটি ওঠে। অবশেষে মঙ্গলবার আদালত জানাল আগামী ৪ জুন লোকসভা ভোটের ফলাফল প্রকাশের এক সপ্তাহ পর আগামী ১২ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে। ১৪ জুন পর্যন্ত রেখাকে গ্রেফতার বা তাঁর বিরুদ্ধে অন্য কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।