TMC

তৃণমূল নেতা ও পুলিশকর্তার বৈঠক, নালিশ

তারা দাবি করেছে, ভিডিয়োতে কলকাতা পুরসভার তৃণমূলের ৮০ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি আনোয়ার খানের সঙ্গে বন্দর এলাকার সহকারী পুলিশ কমিশনার পি পি দাসকে দেখা যাচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ মে ২০২৪ ০৮:২৩
Share:

—প্রতীকী ছবি।

লোকসভা ভোটের মধ্যেই তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বসে সেই দলের পুরপ্রতিনিধির সঙ্গে ‘গোপন বৈঠক’ করছেন পুলিশকর্তা। এক্স হ্যান্ডলে আট সেকেন্ডের একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি আনন্দবাজার) পোস্ট করে এমনই অভিযোগ তুলল রাজ্য বিজেপি। তারা দাবি করেছে, ভিডিয়োতে কলকাতা পুরসভার তৃণমূলের ৮০ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি আনোয়ার খানের সঙ্গে বন্দর এলাকার সহকারী পুলিশ কমিশনার পি পি দাসকে দেখা যাচ্ছে। তৃণমূল অবশ্য এই অভিযোগে আমল দিতে চায়নি।

Advertisement

রাজ্য বিজেপি বুধবার রাতে ওই ভিডিয়ো পোস্ট করে আনোয়ার এবং ওই পুলিশকর্তার গোপন বৈঠকের অভিযোগ করেছে। সেই সঙ্গে দাবি করা হয়েছে, এমন কাজের জন্য অতীতেও ওই পুলিশকর্তাকে বদলি করা হয়েছিল। কিন্তু তৃণমূলের স্বার্থেই সম্ভবত আবার তাঁকে ফিরিয়ে আনা হয়েছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বিজেপির অভিযোগ, ‘ক্ষমতার এমন নির্লজ্জ অপব্যবহার’ নির্বাচনী প্রক্রিয়ার জন্য বিপজ্জনক। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্যেরও বক্তব্য, “বাংলায় প্রশাসন ও দলের মধ্যে পার্থক্য নেই। তৃণমূলের অতিরিক্ত বাহিনী হিসেবে সব জায়গায় ভোট লুটের চেষ্টা চালাচ্ছে পুলিশ।”

যদিও ডেপুটি মেয়র তথা বিধায়ক অতীন ঘোষ বলেছেন, “এমন কোনও বৈঠক হয়েছে কি না, জানা নেই। আনোয়ার তেমন কোনও পদাধিকারী নন যে, তিনি দলের প্রতিনিধি হয়ে কোনও পুলিশ-কর্তার সঙ্গে বৈঠক করবেন।” তাঁর সংযোজন, “যে অঞ্চলের কথা বলা হচ্ছে, সেটা মিশ্র এলাকা। নানা কারণে ছোটখাটো বিষয়ে অশান্তি হয়। তা এড়াতে পুলিশকে স্থানীয়দের সঙ্গে কথা বলতে হয়। আমরা রাজনৈতিক দলের লোকেরাও কথাবার্তা বলি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement