বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস নেতা। ছবি: সংগৃহীত।
লোকসভা ভোট চলাকালীন কংগ্রেসে আবার ভাঙন। বিজেপিতে যোগ দিলেন মধ্যপ্রদেশের ছ’বারের বিধায়ক রামনিবাস রাওয়াত। রাজ্যের প্রাক্তন মন্ত্রীও ছিলেন তিনি। মঙ্গলবার প্রায় হাজার খানেক সমর্থককে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি।
মঙ্গলবার ভিণ্ড জেলায় রাহুল গান্ধীর সভা ছিল। তার কাছেই শেওপুরে একটি জনসভায় বিজেপিতে যোগ দিলেন রামনিবাস। মঞ্চে ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, প্রাক্তন পুলিশ মন্ত্রী নরোত্তম মিশ্র, রাজ্য বিজেপির প্রধান ভিডি শর্মা।
এর আগে মহারাষ্ট্র কংগ্রেসেও ভাঙন ধরেছে। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বাণ। প্রাক্তন কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিয়েছিলেন। মিলিন্দ দলত্যাগ করার কিছু দিন পরেই কংগ্রেস ছেড়ে অজিত পওয়ারের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা বাবা সিদ্দিকি।