Lok Sabha Election 2024

ভোটের ফলপ্রকাশের পরদিনই বিদায়ী মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নৈশভোজ রাষ্ট্রপতির, থাকবেন মোদীও

আগামী ৫ জুন (বুধবার) বিদায়ী মন্ত্রিসভার সদস্যদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। ওই দিন রাত ৮টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে এই নৈশভোজটি হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৬:০৭
Share:

(বাঁ দিকে) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং নরেন্দ্র মোদী । —ফাইল চিত্র

প্রায় দেড় মাসের ভোটপর্ব শেষ হচ্ছে শনিবার। লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ হবে মঙ্গলবার। তার পরের দিনই বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবন সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

Advertisement

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আগামী ৫ জুন (বুধবার) বিদায়ী মন্ত্রিসভার সদস্যদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। ওই দিন রাত ৮টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে এই নৈশভোজটি হবে। মন্ত্রিসভার প্রধান হিসাবে নৈশভোজে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

আগামী মঙ্গলবার লোকসভা ভোটের ফলপ্রকাশ। তার পর নিয়ম মোতাবেক সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের জন্য ডাকবেন তিনি। তবে মন্ত্রিসভার মেয়াদ শেষ হওয়ার আগে এই ধরনের সাম্মানিক নৈশভোজের আয়োজন করে থাকেন রাষ্ট্রপতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement