Lok Sabha Election 2024

শেষ সপ্তম দফার ভোট, বিকেল ৫টা অবধি দেশে ভোটদানের হার প্রায় ৬০ শতাংশ, সবচেয়ে কম বিহারে

শনিবার সপ্তম দফায় ৫৭ আসনে ভোটগ্রহণ পর্বের মাধ্যমে শেষ হতে চলেছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ন’টি লোকসভা আসনেও ভোটগ্রহণ হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ০৭:০০
Share:

পঞ্জাবের একটি ভোটকেন্দ্রের সামনে ভোটারদের লাইন। ছবি: পিটিআই।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৬:২৯ key status

সরকার গড়বে ‘ইন্ডিয়া’, দাবি দুই যাদবের

দেশের পরবর্তী সরকার গঠন করবে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। শনিবার এমনই দাবি করলেন আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব এবং এসপি নেতা অখিলেশ যাদব। অখিলেশ নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের একটি টুইটে দাবি ‘ইন্ডিয়া’র আসনসংখ্যা দ্বিগুণ হবে আর বিজেপির আসনসংখ্যা অর্ধেক হয়ে যাবে।

শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৬:১৯ key status

দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার

দুপুর ৩টে পর্যন্ত দেশের ৫৭টি কেন্দ্রে ভোটদানের সামগ্রিক হার ৪৯.৬৮ শতাংশ। এখনও পর্যন্ত ভোটদানের হারে শীর্ষে ঝাড়খণ্ড। এই সময়ের মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে বিহারে— ৪২.৯৫ শতাংশ।

Advertisement
শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৫:১৪ key status

দুপুর ১টা পর্যন্ত ভোটের হার

৪০.০৯ শতাংশ। ভোটদানের হারে শীর্ষে হিমাচল। এই সময়ের মধ্যে সেখানে ভোট পড়েছে ৪৮.৬৩ শতাংশ। পশ্চিমবঙ্গের ৯ আসনে সামগ্রিক ভোটদানের হার ৪৫.০৭ শতাংশ।

শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৪:৩৫ key status

পুনর্নির্বাচন চাইলেন সীতা সোরেন

ঝাড়খণ্ডের দুমকা লোকসভা কেন্দ্রে বেনিয়মের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানালেন সেখানকার বিজেপি প্রার্থী তথা জেএমএম প্রধান হেমন্ত সোরেনের বৌদি সীতা সোরেন। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৩:৪১ key status

হুইলচেয়ারে ভোট দিতে এলেন লালু-পুত্র তেজস্বী

অসুস্থতার কারণে হুইলচেয়ারে চেপে ভোট দিতে এলেন তেজস্বী যাদব। তাঁর সঙ্গে ছিলেন দাদা তেজপ্রতাপ যাদব। ভোট দেওয়ার পর তেজস্বী বুথফেরত সমীক্ষা নিয়ে মুখ খোলেন। বলেন, “খুব ভাল করেই জানা যে, বুথফেরত সমীক্ষায় কী দেখানো হবে। চাপ তৈরি করা হয়েছে একপেশে ফলাফল দেখানোর জন্য। আমরা এর দ্বারা প্রভাবিত হব না।”

শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৩:২৬ key status

ভোট দিয়েই পুজোয় বসলেন কঙ্গনা

ভোট দেওয়ার পরেই বিজেপি দফতরে পুজোয় বসলেন বলিউড অভিনেত্রী তথা হিমাচল প্রদেশের মণ্ডী কেন্দ্রের বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত। 

শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৩:১৯ key status

সকাল ১১টা অবধি ভোটের হার

সকাল ১১টা অবধি দেশের ৫৭টি কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ২৬.৩০ শতাংশ। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে হিমাচল প্রদেশে। সেখানে ভোট পড়েছে ৩১.৯২ শতাংশ। 

শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১০:০৮ key status

সকাল ৯টা পর্যন্ত দেশে ভোটদানের হার

নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত দেশের ৫৭টি কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ১১.৩১ শতাংশ। 

শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ০৯:২৩ key status

স্ত্রী এবং কন্যাকে নিয়ে ভোট দিলেন লালু

বিহারের পটনার একটি কেন্দ্রে ভোট দিলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। সঙ্গে ছিলেন স্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী এবং কন্যা তথা সারণ কেন্দ্রের প্রার্থী রোহিণী আচার্য। 

শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ০৯:০৯ key status

ভোট দিলেন যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ভোট দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভোট দেওয়ার পর তিনি বলেন, “৪ জুন, আরও এক বার মোদী সরকার প্রতিষ্ঠিত হবে।”

শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ০৮:৫৮ key status

ভোট দিলেন বিজেপি সভাপতি নড্ডা

হিমাচল প্রদেশের বিলাসপুরে ভোট দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। ‘নির্ভরশীল ভারতের’ পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটদাতাদের আহ্বান জানান তিনি। 

শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ০৮:৫৫ key status

ভোট দিলেন হরভজন

পঞ্জাবের জালন্ধর কেন্দ্রে ভোট দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা আপের রাজ্যসভার সাংসদ হরভজন সিংহ।

শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ০৮:৫০ key status

ভোট দিলেন রাঘব চড্ডা

পঞ্জাবের আনন্দপুর সাহিব লোকসভা কেন্দ্রের সাহেবজ়াদা অজিত সিংহ নগরে ভোট দিলেন আপের রাজ্যসভার সাংসদ রাঘব চড্ডা।

শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ০৮:৩২ key status

ভোট চলছে ওড়িশার ৪২টি বিধানসভা কেন্দ্রে

লোকসভার সঙ্গেই বিধানসভা ভোট হচ্ছে ওড়িশায়। নির্বাচনের সপ্তম তথা শেষ দফায় ৪২টি বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে সেখানে। আগের দফাগুলিতেই ভোট হয়ে গিয়েছে সিকিম এবং অরুণাচল প্রদেশের বিধানসভা কেন্দ্রগুলিতে। শনিবার ভোট হচ্ছে ওড়িশার ছ’টি লোকসভা কেন্দ্রেও। 

শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ০৮:০৩ key status

পঞ্জাব এবং হিমাচলের সব আসনে ভোট

শনিবার পঞ্জাব এবং হিমাচল প্রদেশের সব আসনেই ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচনের সপ্তম তথা শেষ দফায় পঞ্জাবের ১৩ এবং হিমাচলের ৪টি আসনে ভোট হচ্ছে।

শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ০৭:৫৩ key status

এক্সে পোস্ট মোদীর

আরও বেশি সংখ্যায় ভোট দেওয়ার জন্য ভোটদাতাদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখেন, “আজ শেষ দফার লোকসভা নির্বাচন। আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৫৭টি কেন্দ্রে ভোট হচ্ছে। আমার আশা যুব সম্প্রদায় এবং মহিলা ভোটারেরা রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করবেন। চলুন, সবাই মিলে আমাদের গণতন্ত্রকে আরও সমৃদ্ধ এবং প্রতিনিধিত্বমূলক করে তুলি।”

শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ০৬:৫৪ key status

কাদের ভাগ্য নির্ধারণ হবে এই দফায়

সপ্তম দফায় ৫৭ আসনে মোট প্রার্থীর সংখ্যা ৯০৭। জনতার দরবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ভাগ্যপরীক্ষা’ এই দফাতেই। এই নিয়ে তৃতীয় বার উত্তরপ্রদেশের বারাণসী আসনে ভোটে লড়তে নেমেছেন তিনি। বিজেপির অন্য গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন কঙ্গনা রানাউত (মণ্ডী), অনুরাগ ঠাকুর (হামিরপুর), রবিশঙ্কর প্রসাদ (পটনা সাহিব)। কংগ্রেসের টিকিটে লড়ছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নী (জালন্ধর) এবং দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা (কাংড়া) এবং মণীশ তিওয়ারি (চণ্ডীগড়)।

শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ০৬:৫৩ key status

শেষ দফায় সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট

সপ্তম তথা শেষ দফায় সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হবে। উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৩টি, বিহারের ৪০টির মধ্যে আটটি, ওড়িশায় ২১-এর মধ্যে ছ’টি এবং ঝাড়খণ্ডের ১৪-র মধ্যে তিনটিতে ভোট হবে। পঞ্জাবের ১৩ এবং হিমাচলের চারটি লোকসভা কেন্দ্রের মধ্যে সব ক’টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের একমাত্র আসনে ভোট হবে এই দফায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement