Amit Shah

লক্ষ্মীর ভান্ডার: শাহি-বচনে তরজা দু’দলের

মঙ্গলবার নির্বাচনী প্রচারে এসে সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তাঁর সেই সংক্রান্ত মন্তব্য ঘিরেও শুরু হল রাজনীতির দড়ি টানাটানি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২৪ ০৮:৩৪
Share:

অমিত শাহ। —ফাইল চিত্র।

রাজ্যে ক্ষমতায় এলে বিজেপি ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প বন্ধ করে দেবে বলে জোর প্রচার করছে তৃণমূল। মঙ্গলবার নির্বাচনী প্রচারে এসে সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তাঁর সেই সংক্রান্ত মন্তব্য ঘিরেও শুরু হল রাজনীতির দড়ি টানাটানি।

Advertisement

এ দিন শ্রীরামপুর লোকসভা আসনে দলীয় প্রার্থীর সমর্থনে করা সভায় শাহ বলেন, ‘‘লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে বলে তৃণমূল অপপ্রচার করছে। আমরা বলছি, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে ১০০ টাকা বাড়িয়ে দেওয়া হবে।’’ যদিও এ দিনই বনগাঁয় অন্য এক সভায় শাহ বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে এর (লক্ষ্মীর ভান্ডার) টাকার অঙ্ক তিনগুণ করা হবে।

কিন্তু শাহের ১০০ টাকা বাড়ানোর মন্তব্য নিয়ে এ দিন প্রচারে নেমে পড়ে তৃণমূল। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘টাকার বিনিময়ে সন্দেশখালির মহিলাদের সম্ভ্রম বিক্রি করা হয়েছে। এ বার ‘লক্ষ্মীর ভান্ডারে’ ১০০ টাকা বাড়ানোর কথা বলে ফের রাজ্যের মহিলাদের অসম্মান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।’’ পাল্টা হিসেবে রাজ্য বিজেপি মনে করিয়ে দিচ্ছে, মহিলাদের সহায়তা প্রকল্পে টাকা তিন গুণ করার কথা বলেছেন শাহই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘তৃণমূল বলছে, বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। কিন্তু

Advertisement

আজ অমিত শাহ বলে দিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে প্রতিদিন ১০০ টাকা করে দেওয়া হবে। মানে মাসে তিন হাজার টাকা আমরা অন্নপূর্ণা ভান্ডারে দেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement