PM Narendra Modi

হলদিয়া যেতে পারলেন না মোদী, বাধা ঝড়বৃষ্টি, কাঁথি ও তমলুকের জন্য বক্তৃতা ঝাড়গ্রামের সভা থেকেই

সোমবার ঝাড়গ্রামে দ্বিতীয় সভা করার কথা ছিল মোদীর। সেখানে পৌঁছে ওই মঞ্চ থেকেই তিনি কাঁথি এবং তমলুক কেন্দ্রের প্রার্থীর হয়ে ভোটারদের উদ্দেশে ভাষণ দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৪ ১৬:৩৪
Share:

হলদিয়ার সভামঞ্চ, যেখানে কথা থাকলেও উপস্থিত হতে পারেননি প্রধানমন্ত্রী। ছবি: ভিডিয়ো থেকে।

খারাপ আবহাওয়ার কারণে হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা বাতিল। কাঁথি এবং তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থীর জন্য সেখানে সোমবার সভা করার কথা ছিল মোদীর। আবহাওয়ার অবনতি হওয়ার কারণে হেলিকপ্টার গন্তব্যের দিকে উড়তেই পারেনি। ঝাড়গ্রামে দ্বিতীয় সভা করার কথা ছিল মোদীর। সেখানে পৌঁছে ওই মঞ্চ থেকেই তিনি কাঁথি এবং তমলুক কেন্দ্রের ভোটারদের উদ্দেশে ভাষণ দেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আবহাওয়া খারাপ হওয়ায় মোদীর কপ্টার হলদিয়ায় আসতে পারছে না।

Advertisement

তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কাঁথিতে প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে হলদিয়ায় মোদীর সভা করার কথা ছিল। মোদীর অন্য সভাটি ঝাড়গ্রামে। বিজেপি প্রার্থী প্রণত টুডুর সমর্থনে ওই সভার আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই সোমবার বিকেলে মোদী তমলুক এবং কাঁথির প্রার্থীদের হয়ে সভা করলেন। কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের শাসকদলকে।

সোমবার পঞ্চম দফার লোকসভা ভোট দেশে। পশ্চিমবঙ্গের সাত আসনেও রয়েছে ভোট। তার মাঝেই রাজ্যে দু’জায়গায় সভা করার কথা ছিল মোদীর। রবিবারও রাজ্যে তিনটি সভা করেছেন তিনি। পুরুলিয়া, বিষ্ণুপুর এবং মেদিনীপুর কেন্দ্রে। কিন্তু আবহাওয়ার কারণে ভেস্তে গেল সোমবারের হলদিয়ার সভা। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, সোমবার রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সব জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূ্র্বাভাস রয়েছে। দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমানে দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। সঙ্গে হতে পারে বজ্রপাত। এ বার তা বাদ সাধল প্রধানমন্ত্রীর সভায়। সোমবার খারাপ আবহাওয়ার কারণে পাশকুঁড়ায় জনসভা সংক্ষেপে শেষে করেন মমতা। উপস্থিত জনতাকে দ্রুত সাবধানে বাড়ি ফেরারও পরামর্শ দেন তিনি। সেখানে ঘাটালের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেবের হয়ে সভা করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement