Mamata Banerjee in Jalpaiguri

মোদী গণতন্ত্রের হত্যাকারী, অপরাধ হতে দেখেও নাক ডেকে ঘুমোন! প্রধানমন্ত্রীকে আক্রমণ মমতার

রাজ্যে প্রথম দফার ভোট আগামী ১৯ এপ্রিল। ভোটপ্রচারে এখন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারইআলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে সভা করেছেন মমতা। তার পরেই আসেন জলপাইগুড়িতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ১৪:২৬
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ১৫:২৪ key status

কালীঘাট মন্দির সুন্দর করে সাজানো হয়েছে, এসে দেখে যাবেন : মমতা

পয়লা বৈশাখের আগের দিন কালী মন্দিরে পুজো দিতে হয় কালীঘাট মন্দির সুন্দর করে সাজানো হয়েছে, এসে দেখে যাবেন আপনারা। বললেন মমতা। 

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ১৫:২১ key status

বালুরঘাট এবং রায়গঞ্জে পরবর্তী সভা মমতার

বালুরঘাট এবং রায়গঞ্জে পরবর্তী সভা মমতার। বললেন, ‘‘বালুরঘাটে তপন এবং রায়গঞ্জের হেমতাবাদে সভা আছে। শনিবার আবহাওয়া খারাপ থাকবে। তাই আজই রায়গঞ্জের উদ্দেশে রওনা হয়ে যাচ্ছি। আবার ফিরব আপনাদের কাছে আসব ইদের পর’’। 

Advertisement
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ১৫:১৯ key status

আমাদের টাকা মেরে করছে ফাঁকা: ১০০ দিনের টাকা প্রসঙ্গে মমতা

১০০ দিনের কাজের টাকা নিয়ে মমতার আক্রমণ বিজেপিকে। বললেন, ‘‘বাংলা থেকে প্রায় ৭ লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে। অথচ ১০০ দিনের কাজের ২ লক্ষ  কোটি টাকা দিতে পারল না। ওই টাকা থেকেই দেবে। মাছের তেলেই মাছ ভাজবে, তা-ও দিল না। ওরা আমাদের টাকা মেরে করছে ফাঁকা।’’ 

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ১৫:১৫ key status

বাড়িতে ছাড়পোকা ঢুকিয়ে দেবে বিজেপি: মমতা

মমতা বললেন, ‘‘কাশ্মীরের প্রাক্তন গভর্নর বলেছেন, পুলওয়ামার ঘটনা মিথ্যা ছিল। ওমনি তার বাড়িতে রেড করিয়ে দিল। কিছু না কিছু প্রতিবার করতেই হবে। কিছু না পারলে বাড়িতে ছাড়পোকা ঢুকিয়ে দেবে। তারা কুটুস কুটুস কামড়াবে আপনাকে।’’

Advertising
Advertising
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ১৫:১২ key status

বিজেপির সঙ্গে জুটেছে, সিপিএম, কংগ্রেস আর একটা মুসলিম পার্টি: মমতা

সিপিএম, কংগ্রেস আর আইএসএফকে বিজেপির সঙ্গে এক বন্ধনীতে রেখে আক্রমণ করলেন মমতা। বললেন,  ‘‘একটা মুসলিম পার্টি আছে। তারা বিজেপির শাগরেদ। মনে রাখবেন দিল্লিতে আমরা বিরোধী জোট ‘ইন্ডিয়া’য় আছি। কিন্তু বাংলায় একটা ভোটও অন্য পার্টিকে দেবেন না। ভোট ভাগ করবেন না।’’

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ১৫:০৯ key status

তোমার পকেট ভর্তি কালো টাকায়: মমতা

মমতা বললেন, ‘‘এখানকার বিজেপি নেতারা বলে দেবেন, ওঁর বাড়িতে ইনকাম ট্যাক্স রেড কর, এর বাড়িতে ইডি কর,  ওর বাড়িতে সিডি কর, তৃণমূল কংগ্রেস করলেই সব চোর। আর তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে! তোমার পকেট ভর্তি কালো টাকায়। তোমার সারা শরীর ঢেকে গিয়েছে কালো টাকায়।’’

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ১৫:০৭ key status

নিজেরাই দাঙ্গা বাঁধিয়ে এনআইএ তদন্ত করাচ্ছে বিজেপি: মমতা

বিজেপিকে আক্রমণ করে মমতা বললেন, মুসলিম দেখলেই গা কাঁপে ওদের একটু বেশি। দেখায়। রামনবমী নিয়ে নিজেরাই দাঙ্গা করল, তাতে এনআইএকে পাঠিয়ে দিয়েছে। আমার কাছে ডকুমেন্ট আছে, বিজেপির নেতা জিতেন তিওয়ারি এনআইএ এসপির সঙ্গে মিটিং করছে। আমরা তার কমপ্লেন পাঠিয়েছি।’’ 

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ১৫:০৩ key status

অনুব্রত প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ মমতার

আগের দিন অভিষেক পরোক্ষে পাশে দাঁড়িয়েছিলেন অনুব্রতের। জলপাইগুড়ির মঞ্চে দাঁড়িয়ে বীরভূমের তৃণমূল নেতাকে নিয়ে মন্তব্য করলেন মমতাও। বললেন,  ‘‘ ওরা যা আইন করেছে, তাতে বলা হয়েছে, যেকোনও সময় যেকোনও কাউকে গ্রেফতার করা যাবে। দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে নিয়েছে। আমাদেরও কেষ্টকে গ্রেফতার করে নিয়েছে। ’’

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ১৫:০০ key status

আপনি গণতন্ত্রটাকে হত্যা করে দিচ্ছেন: মোদীকে আক্রমণ মমতা

এনআরসি এবং সিএএ নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন মমতা। বললেন, ‘‘মোদীবাবুকে বলুন আপনাকে দশ বছর ধরে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছে কারা? আমরা যদি নাগরিকই না হই তা হলে আমাদের ভোটটা নিলেন কী করে?  মমতা বললেন, ‘‘প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কর্পোরেশেন। পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা এ সব তো জনতার ভোটেই হয়। গণতন্ত্রে চলে আপনি সেই গণতনন্ত্র টাকেই হত্যা করে দিচেছেন? এক দিনে ১৪৭ জন সাংসদকে সাসপেন্ড করে পাস করিয়ে নিলেন ৩৯টি আইন, সেই আইনে কী আছে হযবরল কিছুই জানি না!’’

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ১৪:৫৫ key status

দিল্লিতে কী হবে বাংলা ঠিক করবে : মমতা

দিল্লিতে কী হবে বাংলা ঠিক করে দেবে মনে রাখবেন। বাংলাই তৈরি করবে ‘ইন্ডিয়া’। জলপাইগুড়িতে মমতা। 

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ১৪:৪৮ key status

নাম না করে নিশীথ প্রামণিককে গুণ্ডা বললেন মমতা

নাম না করে কোচবিহারের বিজেপি প্রার্থী  নিশীথ প্রামাণিককে গুণ্ডা এবং চোর বললেন মমতা। 

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ১৪:৪৭ key status

‘মোদী বাবু বলুন’, জলপাইগুড়ির মঞ্চে সরাসরি প্রশ্ন মমতার

জলপাইগুড়ির মঞ্চে বারবার মোদীর নাম করে আক্রমণ মমতার। বললেন, ‘‘মোদী বাবু বলুন  মানুষের টাকাগুলো কোথায় গেল? মোদী বাবু বলুন, সাক্ষী যে দেশের হয়ে কুস্তি লড়ে  আন্তর্জাতিক পুরষ্কার পেল, তার উপর অত্যাচার করা হল যখন, যখন হাথরসের ঘটনা ঘটল, যখন মণিপুরে মহিলাদের উপর অত্যাচার করা হল, যখন অসমে এনআরসি করে ১৯ লক্ষ মানুষের নাগরিকত্ব বাতিল করা হল, তখন কি কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমোচ্ছিলেন? ’’

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ১৪:৪১ key status

জলপাইগুড়িতে সমস্ত উন্নয়ন আমি করেছি : মমতা

মমতা বললেন জলপাইগুড়িতে প্রচুর উন্নয়নের কাজ আমরা করেছি।  নিউ জলপাইগুড়ি স্টেশনও আমি করে দিয়েছিলাম। এখানে কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল সব করেছি। রাজবংশীদের জন্য কাজ করেছি। 

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ১৪:৩৭ key status

মোদীর গ্যারান্টিকেও কটাক্ষ মমতার

মমতা বললেন,  ‘‘মোদী তো গ্যারান্টির কথা বলেন। জলপাইগুড়িতে যারা ঘর হারিয়েছে , তাদের জন্য গ্যারান্টি কোথায়। ঝড়ের সময় তোমরা আসবে না, আর গ্যারান্টির দাবি করবে। মনে রাখবেন গ্যারান্টি যদি কারও কাজ করে, তবে সেটা আমাদের গ্যারান্টি।’’

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ১৪:৩৫ key status

ঝড়ের টাকা দিতে পারছি না কমিশন অনুমতি দিচ্ছে না বলে : মমতা

জলপাইগুড়ির ঝড়ে আক্রান্ত মানুষের জন্য  টাকা দিয়ে সাহায্য করতে পারছেন না, তা নিয়ে আফশোস করলেন মমতা। বললেন, ‘‘ঝড়ের টাকা দিতে পারছি না কমিশন অনুমতি দিচ্ছে না বলে। টাকা রেডি আছে। কমিশন বললেই দিয়ে দেব। কিন্তু বিজেপি তা করতে দেবে না।’’

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ১৪:৩২ key status

মোদীর সময় ছিল না: মমতা

মমতা বললেন, ‘‘এই তো মোদী এসেছিলেন! কিন্তু একটি কথাও বলেননি জলপাইগুড়ির ঝড় নিয়ে। কী করে বলবেন। সময় ছিল না। এখানকার মানুষকে তিনি ভুলে গিয়েছেন।’’

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ১৪:৩১ key status

জলপাইগুড়িতে মোদীকে আক্রমণ মমতার

জলপাইগুড়ির ঝড় নিয়ে কথা বলেননি মোদী, তা নিয়ে দেশের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন মমতা।

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ১৪:২৬ key status

তুফানগঞ্জের সভা সেরে জলপাইগুড়িতে মমতা

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের জলপাইগুড়ির এবিপিসি মাঠে সভা করছেন মমতা। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement