ভোট প্রচারে জুন মালিয়া।
মেদিনীপুরে ভোট আগামী ২৫ মে। আর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন কাল, সোমবার, ৬ মে। সচরাচর প্রার্থীরা শেষ দিনে মনোনয়নপত্র জমার ‘ঝুঁকি’ নেন না, নানা কারণেই। তবে শেষ দিনেই মনোনয়ন করতে চলেছেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। তৃণমূল সূত্রে খবর, সোমবার দুপুরে মনোনয়ন করবেন জুন। সেই মতো প্রস্তুতি নেওয়া হচ্ছে। জুন নিজেও বলছেন, ‘‘আমার নমিনেশন ৬ তারিখ।’’
একেবারে শেষ দিনে মনোনয়ন কেন? দলের এক সূত্রের মতে, ‘শুভ’ দিন বলেই এই সিদ্ধান্ত। মেদিনীপুরের এক তৃণমূল নেতার কথায়, ‘‘বৈশাখ মাসের শুভ দিনগুলির মধ্যে ৬ মে, সোমবার অন্যতম। মনোনয়ন শুভ দিনে, শুভ যোগে, শুভ মুহূর্তে হলেই ভাল।’’ তিনি জানাচ্ছেন, ওই দিন সকাল ১০টা ১৫ থেকে বেলা ১২টা ৫০ অবধি অমৃতযোগ রয়েছে। এটি অত্যন্ত শুভ সময়।
মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল মনোনয়ন করেছেন শুক্রবার। বাম প্রার্থী বিপ্লব ভট্টও মনোনয়ন দিয়েছেন শুক্রবার। আপনারটা কেন শেষ দিনে? পরিচিত মহলে জুন বলেছেন, ‘‘৩ তারিখ অগ্নিমিত্রা, বিপ্লববাবু মনোনয়ন করেছেন। পরপর মনোনয়ন। আমি শান্তিতে মনোনয়নটা করতে চাইছি। ৬ তারিখে করব।’’ প্রতিপক্ষদের আগে মনোনয়ন পেশ নিয়ে জুন নাকি আরও বলেছেন, ‘‘ওঁরা ফার্স্ট স্টুডেন্ট। আমি ব্যাক বেঞ্চার!’’
পশ্চিম মেদিনীপুরে লোকসভার আসন দু’টি— মেদিনীপুর এবং ঘাটাল। দুই আসনেই ২৯ এপ্রিল থেকে মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। মনোনয়নপত্র জমা র শেষ দিন কাল, সোমবার, ৬ মে। মনোনয়ন যাচাই (স্ক্রুটিনি) হবে ৭ মে। আর প্রত্যাহার করা যেতে পারে ৯ মে পর্যন্ত। বিজেপির দুই প্রার্থী মেদিনীপুরের অগ্নিমিত্রা পাল এবং ঘাটালের হিরণ চট্টোপাধ্যায় একই দিনে মনোনয়ন করেছেন। দুই প্রার্থী বাম মেদিনীপুরের বিপ্লব ভট্ট এবং ঘাটালের তপন গঙ্গোপাধ্যায়ও একই দিনে মনোনয়ন দিয়েছেন। তৃণমূলের দুই প্রার্থীর মনোনয়ন অবশ্য একই দিনে হল না। ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব মনোনয়ন করেছেন ২ মে। মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মনোনয়ন করতে চলেছেন ৬ মে। তৃণমূলের এক সূত্রের মতে, শুভ দিন দেখে মনোনয়ন করতে চেয়েছেন মেদিনীপুরের দলীয় প্রার্থী। তাই শনিবারের মতো দিন তিনি এড়িয়েছেন।
শুক্রবার বিজেপি প্রার্থীদের মনোনয়ন উপলক্ষে মেদিনীপুরে দলের মিছিলে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু দাবি করেছিলেন, ১৫ হাজার লোক হেঁটেছেন মিছিলে। শহরের একাংশ তৃণমূলকর্মীর অবশ্য পর্যবেক্ষণ, খুব বেশি হলে ২-৩ হাজার লোক ছিল। তৃণমূল সূত্রে খবর, জুনের মনোনয়ন উপলক্ষে সোমবার মেদিনীপুরে মিছিলের ভিড়ে গেরুয়া শিবিরকে টেক্কা দিতে চাইছে ঘাসফুল শিবির। দলের অন্দরে সেই প্রস্তুতি শুরু হয়েছে। মেদিনীপুরের এক তৃণমূল নেতা বলছেন, ‘‘সোমবার মেদিনীপুরে বর্ণাঢ্য মিছিলই হবে। প্রস্তুতি শুরু হয়েছে।’’ দলীয় সূত্রে খবর, মিছিলের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ, রবিবার মেদিনীপুরে এক বৈঠক হতে পারে।
তৃণমূলের এক সূত্রে খবর, জুনের মনোনয়নের মিছিলে থাকতে পারেন দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজা। চন্দ্রিমা মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রীও। মেদিনীপুরের এক তৃণমূল নেতা বলছেন, ‘‘মিছিলের প্রস্তুতি সারা হচ্ছে। এখন শুভযোগে সময় মতো ভালয় ভালয় মনোনয়নটা হলেই হয়।’’