Lok Sabha Election 2024

রক্তদানে, সবুজের শপথে মনোনয়ন দেবের

বৃহস্পতিবার মেদিনীপুরে মিছিল করে মনোনয়নপত্র জমা দিয়েছেন দেব। হুডখোলা গাড়িতে ছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল, মেদিনীপুর শেষ আপডেট: ০৩ মে ২০২৪ ০৯:০৭
Share:

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দেবের রক্তদান। ঘাটালের খড়ারে। ছবি: কৌশিক সাঁতরা।

ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি তো আছেই, মনোনয়নের দিন নতুন প্রতিশ্রুতি দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। জানালেন, ‘‘আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার সমর্থনে যতগুলি ভোট পড়বে, আমি ততগুলি গাছ লাগাব।’’ বিশ্ব উষ্ণায়নে পৃথিবী জুড়ে গরম বাড়ছে। পরিবেশ বাঁচাতে তাই সবুজ বাড়ানোর এই অঙ্গীকার। মনোনয়নের আগে শিবিরে রক্তদানও করেন এই তারকা প্রার্থী।

Advertisement

বৃহস্পতিবার মেদিনীপুরে মিছিল করে মনোনয়নপত্র জমা দিয়েছেন দেব। হুডখোলা গাড়িতে ছিলেন তিনি। মিছিল কালেক্টরেটের সামনে পৌঁছনোর পর রিটার্নিং অফিসারের কাছে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। তার আগে সকালে খড়ারে রক্ত দিয়ে দেবের বার্তা, ‘‘সাধারণত মনোনয়ন জমার আগে প্রার্থী মন্দিরে যান, পুজো দেন। আমাকেও মন্দিরে যাওয়ার কথা বলা হয়েছিল। আমি মনে করি, জনপ্রতিনিধির একটাই ধর্ম হওয়া উচিত, সেটা মানব ধর্ম। ঘাটাল ব্লাড ব্যাঙ্কে রক্ত নেই। এই গরমে রক্তদান শিবির হচ্ছে না। আমার মনে হল, মন্দিরে না গিয়ে রক্তদান শিবিরে আগে যাওয়াটা দরকার।’’ তাঁর আহ্বান, ‘‘রক্ত ঝরাবেন না, রক্ত দান করুন।

দেবের মনোনয়নের মিছিল যখন মেদিনীপুর কালেক্টরেটের সামনে পৌঁছয়, তাপমাত্রা তখন ৪৪ ডিগ্রির উপরে। সেই আবহেই দেবের ঘোষণা, ‘‘আমার সমর্থনে যতগুলি ভোট পড়বে, আমি ততগুলি গাছ লাগাব। যদি ৫ লাখ ভোট পড়ে, তাহলে ৫ লাখ গাছ লাগাব। যদি ১০ লাখ ভোট পড়ে, তাহলে ১০ লাখ গাছ লাগাব।’’ তাঁর মতে, ‘‘এই যে এত গরম পড়ছে, এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সঙ্গে লড়াইয়ের একমাত্র উপায় হল, আরও গাছ লাগাতে হবে। তাই এই সিদ্ধান্ত। ওই লড়াইয়ে ঘাটাল লোকসভা কেন্দ্র সবচেয়ে এগিয়ে থাকবে।’’

Advertisement

এ দিন প্রতিদ্বন্দ্বী, বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কেও সৌজন্যের সঙ্গেই বিঁধেছেন দেব। বলেছেন, ‘‘ওঁকে শুভেচ্ছা। ও অনেক গুণী-জ্ঞানী মানুষ, সবজান্তা! কথাবার্তা শুনে মনে হয়, খুব অশান্তির মধ্যে আছে। ঠাকুরের কাছে প্রার্থনা করব, ওঁকে একটু শান্তি দিন। ওঁর ভালবাসা প্রয়োজন।’’ হিরণ পাল্টা বলেন, ‘‘ওঁর তো সব ভাঁওতা। মিথ্যা কথা বলে দশ বছর কাটিয়ে দিলেন। আবারও মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন।’’

বুধবার বিকেলে ঘাটালের সুলতানপুর, মনসুকায় একাধিক পথসভা সেরে রাতে খড়ারেই ছিলেন দেব। এ দিন ভোরে রক্তদান শিবিরের তদারকিও করেন। সকাল ন’টায় নিজে রক্ত দিয়ে শিবিরের সূচনা করেন। এটা তৃতীয়বার মনোনয়ন। আগের দু’বার ভালভাবেই জিতেছেন। এ বার? দেবের প্রত্যয়, ‘‘২০১৯ এর থেকে ২০২৪ এ খুব ভাল রেজাল্ট হবে।’’ গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা কতটা ফুটতে পারে? এ বার মন্তব্য, ‘‘দেব বলেই হয়তো কাঁটা ফোটাতে পারছে না! দল যত বড় হয়, তত গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ে। বিজেপিতেও হয়। প্রার্থীর দায়িত্ব সবাইকে নিয়ে কাজ করা। দলের সবাই নেমেছে। জয় নিশ্চিত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement