Lok Sabha Election 2024

সমস্যা মেটাতে উলুবেড়িয়ায় এআইসিসি-র দূত

বিষয়টি নজরে আসার পরে দলের জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বি পি। রাজ্যে প্রচারে এসে তিনি গিয়েছিলেন উলুবেড়িয়াতেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২৪ ০৮:২৯
Share:

—প্রতীকী চিত্র।

উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে কংগ্রেসের অভ্যন্তরীণ সমস্যা মেটাতে সক্রিয় হলেন এআইসিসি-র সহ-পর্যবেক্ষক বি পি সিংহ। হাওড়ার ওই কেন্দ্রে এ বার প্রার্থী হয়েছেন যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি আজ়হার মল্লিক। কিন্তু তাঁর হয়ে প্রচার ও সাংগঠনিক কাজে সিপিএম নেতা-কর্মীরা নেমে গেলেও কংগ্রেসের লোকজনকেই সে ভাবে ময়দানে দেখা যাচ্ছিল না। বিষয়টি নজরে আসার পরে দলের জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বি পি। রাজ্যে প্রচারে এসে তিনি গিয়েছিলেন উলুবেড়িয়াতেও। বি পি-র বক্তব্য, ‘‘যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি ওই আসনে লড়াই করছেন। কিছু সমস্যা হয়েছিল কিন্তু কথা বলে সে সব মেটানোর চেষ্টা হয়েছে। কংগ্রেসের কর্মী-সমর্থকেরা ওখানে একজোট হয়েই কাজ করবেন।’’

Advertisement

প্রার্থী আজ়হারেরও বক্তব্য, ‘‘বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দলের সর্বস্তরের নেতা-কর্মীরা এক হয়ে লড়াই করছেন। সেই লড়াইয়ে সিপিএমের নেতা-কর্মীরাও শামিল।’’ তবে উপর থেকে চেষ্টা সত্ত্বেও সমস্যা যে পুরোপুরি মিটছে না, সেই ইঙ্গিতও মিলছে কংগ্রেস সূত্রে। দলের এক নেতার কথায়, ‘‘কংগ্রেস এমন একটা দল, এক জন নেতা থাকলেও গোষ্ঠী-দ্বন্দ্ব থাকবে! এই নিয়েই চলতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement