Mamata Banerjee in Bishnupur

বিষ্ণুপুরে মমতা: আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, দু’এক জনের কথা বলেছি

বিষ্ণুপুরে ভোট আগামী শনিবার, ২৫ মে। তার আগে ওন্দায় বিষ্ণুপুরের তৃণমূলপ্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে প্রচার সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০২৪ ১৩:০০
Share:

—ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২০ মে ২০২৪ ১৩:১৩ key status

আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, কেন হব? আমি দু’এক জন বিশেষ ব্যক্তির কথা বলেছি

মমতা বললেন, ‘‘আমি কী বলেছি? আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই। আমি কেবল দু’এক জনের কথা বলেছি। তাঁদের মধ্যে এক জন হলেন ওই কার্তিক মহারাজ। আমি ওঁর কথা বলেছি। কারণ আমি খবর পেয়েছি উনি তৃণমূলের এজেন্টদের বসতে দেন না। এলাকায় ধর্মের নামে বিজেপি করে বেড়ান। উনি ছানার ব্যবসায়ীদের উস্কাচ্ছেন। সব খবর আসে আমার কাছে। উনি রাজনীতি করতেই পারেন, আমার তাতে আপত্তি নেই। কিন্তু আমি বলব বুকে পদ্মফুলটা লাগিয়ে রাজনীতি করুন। এ ভাবে আড়ালে থেকে নয়।’’ 

শেষ আপডেট: ২০ মে ২০২৪ ১৩:০৭ key status

আমি কী বলেছিলাম? ব্যাখ্যা দিলেন মমতা

মমতা বললেন, ‘‘মনে রাখবেন নরেন্দ্র মোদী এই লোকটি মানে মানুষটি মহারাজ, আমি তাকে বলি তুমি মহারাজ সাধু হলে আজ... তিনি আমাকে গালাগালি দিয়ে গেলেন, আমি কী বলেছিলাম? জয়রামবাটী তো সারদা মায়ের জন্মস্থান। আমি এক বার নয়, হাজার বার এসেছি। আপনি ক’বার গেছেন?’’ মমতার প্রশ্ন, আমি রামকৃষ্ণ মিশনর বিরুদ্ধে কেন হব? এই তো সে দিনও এক মহারাজ অসুস্থ হয়েছিলেন। আমি গিয়েছি। ওঁদের সঙ্গে আমার সম্পর্ক ভাল। বিবেকানন্দের বাড়ি আমি রক্ষা করেছি। সারদা মায়ের বাড়ি আমি রক্ষা করেছি। ভগিনী নিবেদিতার বাড়ি আমি বাঁচিয়েছি। কিন্তু সবাই এক রকম নয়। আমি সেটাই বলেছি। আমি সেই কয়েক জনের কথাই বলেছি।’’ 

Advertisement
শেষ আপডেট: ২০ মে ২০২৪ ১৩:০৪ key status

প্রধানমন্ত্রী কী বললেন? ভোটটা তো ওঁর: মমতা

মমতা বললেন, ‘‘প্রধানমন্ত্রী কী এলেন, কী বললেন, ভোটটা তো ওঁর। ভোটটা আমার নয়। কিন্তু যদি বাংলা এগিয়ে যায়, যদি বাংলা ভোটটা পায়, তবে মনে রাখবেন, দিল্লিতে আমাদের দর বাড়বে। আর সেই দর বাড়লে আমরা দিল্লিতে গিয়ে এনআরসি বাতিল করাব, সিএএ বাতিল করাব। ১০০ দিনের কাজ আবার নতুন করে শুরু করব।’’

শেষ আপডেট: ২০ মে ২০২৪ ১৩:০২ key status

মোদীকে কটাক্ষ মমতার, রেল প্রকল্প নিয়ে আক্রমণ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ মমতার। বললেন, ‘‘উনি কী করেছেন, শুধু বন্দে ভারত এক্সপ্রেস। আমি ক’টা ট্রেন করেছি। কত প্রকল্প করেছি! ’’ নিজের কাজের সবিস্তার হিসাবও দিলেন মমতা। বললেন, ‘‘উনি তো একটা কথা বলেছেন। কী একটা বন্দে ভারত। পুরনো ট্রেনকে নতুন করে রং করা। জিজ্ঞেস করুন আমার করে দেওয়া দুরন্ত এক্সপ্রেস কোথায় গেল? তার তো টিকিও পাচ্ছি না। নকল নয় তো? আমি যখন রেলমন্ত্রী ছিলাম আমি করেছিলাম, হাওড়া পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস, আরণ্যক এক্সপ্রেস, হাওড়া-রাঁচী ইন্টারসিটি ভায়া পুরুলিয়া, হাওড়া পুরী এক্সপ্রেস ভায়া পুরুলিয়া, কবিগুরু এক্সপ্রেস ভায়া পুরুলিয়া, লালমাটি এক্সপ্রেস, দৈনিক হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস, খড়্গপুর পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস, কলকাতা-পুরুলিয়ার মধ্যে হাওড়া বাঁকুড়া এক্সপ্রেস, তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল লাইন কে করেছিল? আমি করেছিলাম। আদ্রা-মেদিনীপুর লাইনের বৈদ্যুতিকীকরণ সব আমরা করেছি। ’’ 

Advertising
Advertising
শেষ আপডেট: ২০ মে ২০২৪ ১২:৫৯ key status

আমার এখানে সভা ছিল না, জবাব দেব বলে এসেছি

বিষ্ণুপুরের মঞ্চে মমতা বললেন, ‘‘আজ আমার এখানে সভা ছিল না। আমি জবাব দেব বলে এসেছি। ’’

শেষ আপডেট: ২০ মে ২০২৪ ১২:৫০ key status

বিষ্ণুুপুরের মঞ্চে মমতা

বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে জনসভায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী সুজাতারই প্রাক্তন স্বামী এবং বিজেপির নেতা তথা বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement