Manchester City

ম্যাঞ্চেস্টার সিটির খারাপ ফর্ম চলছেই, তবুও বেশি চিন্তা করতে নারাজ কোচ গুয়ার্দিওলা

শেষ ১২টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে ম্যাঞ্চেস্টার সিটি। অ্যাস্টন ভিলার কাছেও ১-২ গোলে হেরেছে তারা। কিন্তু তা-ও দলকে নিয়ে বেশি চিন্তা করছেন না কোচ পেপ গুয়ার্দিওলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৫:৫০
Share:

পেপ গুয়ার্দিওলা। —ফাইল চিত্র।

ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ কয়েক বছর শাসন করতে দেখা গিয়েছে ম্যাঞ্চেস্টার সিটিকে। কিন্তু সাম্প্রতিক সময়ে জিততে পারছে না তারা। শেষ ১২টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে তারা। অ্যাস্টন ভিলার কাছেও ১-২ গোলে হেরেছে ম্যাঞ্চেস্টার সিটি। কিন্তু তা-ও দলকে নিয়ে বেশি চিন্তা করছেন না কোচ পেপ গুয়ার্দিওলা।

Advertisement

অ্যাস্টন ভিলার বিরুদ্ধে প্রথমার্ধেই পিছিয়ে পড়েছিল ম্যাঞ্চেস্টার সিটি। ১৬ মিনিটের মাথায় গোল করেছিলেন ঝন ডুরান। দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটের মাথায় মর্গান রজার্স দ্বিতীয় গোল করেন। ০-২ গোলে পিছিয়ে যায় ম্যাঞ্চেস্টার। ম্যাচ শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে গোল করে ব্যবধান কমান ফিল ফডেন। তিনি ৯৩ মিনিটের মাথায় ম্যাঞ্চেস্টার সিটির হয়ে একমাত্র গোলটি করেন। শেষ ১২টি ম্যাচের মধ্যে ৯টি হেরেছে তারা।

ম্যাচ শেষে গুয়ার্দিওলা বলেন, “যে ফলাফল হয়েছে, তাতে নিজের পক্ষে বলার মতো কিছু নেই। ভাল খেলিনি আমরা। আমি চেষ্টা করতে পারি আবার জয়ে ফিরতে এবং ধারাবাহিকতা ধরে রাখতে। এই সময় আমি বেশি চিন্তা করতে রাজি নই। সহজ ভাবে খেলতে চাই। নিজের পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই। দলকে দিশা দেখাতে চাই।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement