উদ্ধব ঠাকরে। — ফাইল চিত্র।
ভোটগণনার আগেই মহারাষ্ট্রে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্দরে টানাপড়েন তৈরি হল। সোমবার নাসিকের প্রভাবশালী কংগ্রেস নেতা সন্দীপ গুলভে যোগ দিলেন উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি)-তে। তার পরেই আসন্ন বিধান পরিষদ নির্বাচনে তাঁকে টিকিট দিল উদ্ধবের দল।
অন্য দিকে, এনডিএ শিবিরের নির্দল বিধায়ক রবি রানা সোমবার দাবি করেছেন, আগামী ২০ জুন ‘মহাবিকাশ আঘাডী’ ছেড়ে বিজেপির সঙ্গী হতে চলেছেন উদ্ধব। রবির স্ত্রী, অভিনেত্রী নভনীত অমরাবতী কেন্দ্রের বিদায়ী সাংসদ। ২০১৯ সালের লোকসভা ভোটে ওই আসনে কংগ্রেস-এনসিপির সমর্থনে জয়ী হলেও এ বার বিজেপি টিকিটে প্রার্থী হয়েছেন তিনি। রবি বলেন, ‘‘আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী হওয়ার ১৫ দিন পরেই তাঁর পাশে দেখা যাবে উদ্ধব ঠাকরেকে।’’
সমবায় আন্দোলনের প্রভাবশালী নেতা সন্দীপ ‘নাসিক কো-অপারেটিভ ব্যাঙ্ক’-এর ডিরেক্টর। কংগ্রেসের টিকিটে দু’বার জেলা পরিষদের নির্বাচনেও জিতেছেন তিনি। আগামী ২৬ জুন বিধান পরিষদের নির্বাচনে নাসিকের ওই আসনটিতে বিরোধী জোটের হয়ে লড়ছে উদ্ধবের দল। সেখানে প্রার্থী মনোনীত করতে গিয়ে কংগ্রেসকে ভাঙলেন প্রয়াত বালাসাহেব ঠাকরের পুত্র। বিষয়টি নিয়ে উদ্ধবের দলকে দুষেছেন মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অতুল লোন্ধে।