প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। —ফাইল ছবি।
সব ঠিক থাকলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হয়ে নির্বাচনী প্রচারে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, আগামী কাল, বুধবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের বুনিয়াদপুরে সভা করতে পারেন শাহ। শেষ পর্যন্ত সভা হলে সেটাই হবে ভোট-বঙ্গে শাহের প্রথম সভা।
রাজ্যে ইতিমধ্যেই ছ’টি নির্বাচনী সভা করেছেন মোদী। তবে তাঁর কেন্দ্রে মোদীর সভার বিষয়ে সুকান্ত বলেন, “চূড়ান্ত কিছুই নয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো ১০ তারিখ সভা করবেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে ওঁর সভার সূচি এখনও পাওয়া যায়নি।” যদিও, একমাত্র তাঁর কেন্দ্রেই বিজেপির দুই শীর্ষ নেতার সভা হওয়ার সম্ভাবনার প্রসঙ্গ জিইয়ে রেখে সুকান্ত বলেছেন, “রাজ্য সভাপতির কেন্দ্র বলে দল হয়তো বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি সৌভাগ্যবান যে দলের দুই শীর্ষ নেতা আমার হয়ে প্রচারে আসতে পারেন।”
সূত্রের খবর, নির্বাচনের শেষ লগ্নে মোদী-শাহ প্রচারে ঝড় তুলতে পারেন কলকাতায়। শেষ দফার প্রচারের শেষ দিন অথবা তার আগের দিন উত্তর ও দক্ষিণ কলকাতায় কর্মসূচি থাকতে পারে তাঁদের।
সূত্রের খবর, কলকাতা উত্তর ও দমদম কেন্দ্র নিয়ে হুডখোলা গাড়িতে মিছিল করার কথা মোদীর। কলকাতা দক্ষিণ ও যাদবপুর কেন্দ্র নিয়ে হাজরা মোড়ে জনসভা করার কথারয়েছে শাহেরও।