লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিলেন বায়ুসেনার প্রাক্তন এয়ার চিফ মার্শাল রাকেশকুমার সিংহ ভদৌরিয়া। ছবি: পিটিআই।
লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিলেন বায়ুসেনার প্রাক্তন এয়ার চিফ মার্শাল রাকেশকুমার সিংহ ভদৌরিয়া। রবিবার দিল্লিতে বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের উপস্থিতিতে তিনি পদ্মশিবিরে যোগ দেন। বিজেপি সূত্রে খবর, লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে রাকেশকে টিকিট দিতে পারে বিজেপি।
রাকেশের যোগদান প্রসঙ্গে বিনোদ বলেন, ‘‘প্রায় ৪০ বছর বায়ুসেনায় কাটিয়েছেন রাকেশ। দীর্ঘ দিন ধরে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি কাজ করেছেন। এ বার রাজনৈতিক ময়দানে তিনি সক্রিয় ভাবে কাজ করতে চান। বিজেপি পরিবারে তাঁকে স্বাগত জানাই।’’ নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন রাকেশ। অবসরের পর থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন প্রাক্তন ওই বায়ুসেনা প্রধান। পদ্মশিবিরে তাঁর যোগদান নিয়ে জল্পনায় তৈরি হয়। বিজেপির পঞ্চম প্রার্থিতালিকা প্রকাশের আগে তিনি বিজেপিতে যোগ দিন।
রাকেশের জন্ম উত্তরপ্রদেশের আগ্রায়। ২০১৯ সালের সেপ্টেম্বরে তিনি বায়ুসেনা প্রধান হিসাবে নিযুক্ত হন। ২০২১ সালে অবসর নেন রাকেশ। রবিবার বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘‘নতুন ইনিংসে দেশ গঠনের কাজে যুক্ত হতে চাই। আমার কর্মজীবনের শেষ আট থেকে ১০ বছর স্বর্ণযুগ ছিল। এই সময়কালে সেনাকে অনেক উন্নত করেছেন নরেন্দ্র মোদী। এক পদ এক বেতন চালু করেছেন মোদী। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় জোর দিয়েছে বিজেপি সরকার। মোদীর রাজত্বে দেশের মানুষের মনোবল বৃদ্ধি পেয়েছে।’’