Lok Sabha Election 2024

ঘাটাল মাস্টার প্ল্যান হবেই, দিদি কথা দিয়েছেন, কিন্তু হিরণ কুৎসা রটাচ্ছেন: দেব

ঘাটালে বৃহস্পতিবার থেকে প্রচারে নেমেছেন দেব। কুশপাতা থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত তাঁর রোড শো হয়। তার পর সাংবাদিক বৈঠক করেন তৃণমূল সাংসদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৪ ২২:৪১
Share:

ঘাটালে রোড শো-তে সাংসদ দেব। ছবি: ফেসবুক।

লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে প্রার্থী হিসাবে দেবের নাম ঘোষণা করেছে তৃণমূল। তার পর বৃহস্পতিবার তিনি নিজের কেন্দ্রে গিয়েছেন। প্রচার শুরু করেছেন রোড শো দিয়ে। তার পরেই সাংবাদিকদের মুখোমুখি হলেন দেব। সেখানে উঠে এল ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে ওই কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী তথা বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ।

Advertisement

ঘাটালের কুশপাতা এলাকা থেকে বিকেল ৪টে নাগাদ দেবের রোড শো শুরু হয়। বিবেকানন্দ মোড় পর্যন্ত মিছিল হয়েছে। তার পর সাংবাদিক সম্মেলনে দেব বলেন, ‘‘ঘাটালের মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। তাই আমি এত দূর আসতে পেরেছি। আমাকে অন্য কেন্দ্র থেকে দাঁড়াতে বলা হয়েছিল। কিন্তু আমি ঘাটাল ছেড়ে যাব না বলে জানিয়েছি। বাঁচি, মরি, হারি, জিতি, আমার মনের মধ্যে থাকবেন ঘাটালের মানুষ। এর জন্য আমাকে কখনও দল বদল করতে হবে না। আমার কোনও ব্যক্তিগত স্বার্থ নেই। মানুষের জন্য কাজ করতেই আমি ভোটে দাঁড়িয়েছি।’’

ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গে দেব বলেন, ‘‘ওই প্রকল্প নিয়ে আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। আমি জিতি বা হারি, ওই প্রকল্প হবেই। দিদি আমাকে কথা দিয়েছেন। লোকসভা ভোটের পরে যদি কাজ শুরু না হয়, ছাব্বিশের ভোটে আপনারা বুঝে নেবেন। দিদি এত বড় মিথ্যা কথা বলবেন না। এ ছাড়া, পাঁশকুড়া রেল সেতু এবং ডেবরা রেল সেতুর কাজও চলছে। আগামী দিনে রেললাইনের বিষয়টিও দেখা হবে।’’ রেললাইন নিয়ে লোকসভায় কথা হয়েছে বলে জানান দেব। তিনি বলেন, ‘‘রেললাইন করতে যে জমি প্রয়োজন, তার বেশিরভাগ কৃষি জমি। তাই আলোচনা চলছে।’’

Advertisement

দেবের বিরুদ্ধে এর আগে একাধিক বার দুর্নীতির অভিযোগ তুলেছেন টলিউডের আর এক অভিনেতা তথা বিজেপি নেতা হিরণ। বৃহস্পতিবার তাঁর নাম করেই তৃণমূল সাংসদ বলেন, ‘‘হিরণ বার বার আমার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে চলেছেন। কিন্তু খড়্গপুড়ে উনি কী কাজ করেছেন, সেই পরিসংখ্যান এক বারও দেখাচ্ছেন না। আমার বিরুদ্ধে ওঁর কাছে কোনও প্রমাণ থাকলে ইডি বা সিবিআইয়ের কাছে যান। ইডি তো আমাকে ডেকেছিল। আমি হাসতে হাসতে গিয়েছি। আমি কখনও কাউকে ছোট করিনি।’’

ঘাটালে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক চলাকালীন কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার কথা জানতে পারেন দেব। বৈঠক মাঝপথে থামিয়ে তিনি ঘাটালের বিশালাক্ষী মন্দিরে যান। সেখানে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে পুজো দেন। রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement