সিপিএমের এই দেওয়াল লিখন ঘিরেই বিতর্ক। — নিজস্ব চিত্র।
দেওয়ালে আঁকা কার্টুন চিত্র। তা নিয়েই উত্তেজনা শ্রীরামপুর লোকসভার অন্তর্গত রিষড়ায়। বিতর্কের মুখে বাম প্রার্থী দীপ্সিতা ধরের সমর্থনে আঁকা ওই দেওয়াল লিখন মুছে দেওয়ার সিদ্ধান্ত সিপিএমের। জাতীয় ফুলকে অপমান করা হয়েছে, এই অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ জানানোর প্রস্তুতি নিচ্ছে বিজেপি।
উদ্দেশ্য ছিল, তৃণমূল এবং বিজেপির ‘সেটিং’ বোঝানো। কিন্তু হয়ে গেল হিতে বিপরীত। পরিস্থিতি এমন হল যে, সিপিএম নেতাকে বলতে হল, মুছে দেওয়া হবে দেওয়াল। গোলমালের সূত্রপাত, রিষড়ার বাঙুর পার্কে দীপ্সিতার সমর্থনে একটি দেওয়াল লিখন ঘিরে। সেখানে ছিল একটি কার্টুন। যে কার্টুনের দুই চরিত্রের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চেহারার মিল খুঁজে পাচ্ছেন অনেকে। কার্টুনে দেখা যাচ্ছে, একটি পদ্মফুলের উপর এক মহিলা দাঁড়িয়ে রয়েছেন। তাঁর হাতে তৃণমূলের প্রতীক জোড়া ফুল। আর তাঁর পায়ের কাছে দাঁড়িয়ে এক পুরুষ চরিত্র। এই কার্টুনের কথা জানাজানি হতেই ঝাঁপিয়ে পড়ে বিজেপি। তাদের অভিযোগ, কার্টুন এঁকে জাতীয় ফুল পদ্মের অপমান করা হয়েছে।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, পদ্মফুল শুধু বিজেপির প্রতীকই নয়, তা দেশের জাতীয় ফুলও বটে। তাই কারও পায়ের নীচে এই ছবি দেওয়া অবমাননাকর। রিষড়া পুরসভার বিজেপি কাউন্সিলর শশী সিংহ বলেন, ‘‘সিপিএম এ সব করে প্রচারে থাকতে চাইছে। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো। জনগণ বিচার করবেন, এই ধরনের মানসিকতার মানুষদের কী শাস্তি দেওয়া যায়।’’
রিষড়া যুব তৃণমূল সভাপতি দীপশঙ্কর দত্ত বলেন, ‘‘২০১৯ সালে বাম-রাম সেটিং সবাই দেখেছেন। আর বিজেপি এখন জাতীয় ফুলের কথা বলছে, তাদের পতাকায় তো পদ্মফুলের ছবি থাকে। সেগুলি যখন রাস্তায়, নর্দমায় গড়াগড়ি খায়, তখন অবমাননা হয় না?’’
সিপিএমের স্থানীয় নেতা প্রদ্যোৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কর্মীরা ভুল করে লিখে ফেলেছে। জুনিয়র কমরেডরা অতি উৎসাহে এটা করে ফেলেছেন। আমরা মুছে দেব। এটা করা ঠিক হয়নি।’’