গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার রাজ্য সম্মেলনের মঞ্চে ব্রাত্য বসুর সঙ্গে তৃণমূলের দক্ষিণ মালদহের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।
নির্বাচন কমিশনের শো-কজ়ের পরে, শনিবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল তৃণমূল প্রভাবিত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সংগঠন ‘ওয়েবকুপা’র রাজ্য সম্মেলন। এ দিন সম্মেলনের মঞ্চে শিক্ষামন্ত্রী তথা সংগঠনের রাজ্য সভাপতি ব্রাত্য বসুর সঙ্গে ছিলেন মালদহের দুই তৃণমূল প্রার্থীও। তৃণমূলের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনে অভিযোগ জানিয়েছে কংগ্রেস এবং বিজেপি।
বিরোধীদের অভিযোগকে আমল দিতে নারাজ তৃণমূল। সম্মেলন নিয়ে ‘বিতর্ক’ হলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে চাননি ‘ওয়েবকুপা’র রাজ্য সভাপতি ব্রাত্য বসু। মঞ্চ থেকে বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক। তাঁর সততায় কালী লাগানোর জন্য বিজেপি রাজ্যে ইডি, সিবিআই পাঠাচ্ছে। তাতে বিজেপির কোনও লাভ হবে না।” ‘ওয়েবকুপা’র রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণকলি বসু ঘোষ বলেন, ‘‘পারিবারিক কারণে সম্মেলনে যেতে পারিনি। সম্মেলন ১০০ শতাংশ সফল। তাই বিরোধীরা এর বিরোধিতা করছে। সম্মেলনের অনুমতি নিয়ে যে বিতর্ক হচ্ছে, তার জবাব বিশ্ববিদ্যালয়, প্রশাসন দেবে।’’
লোকসভা ভোটের মুখে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ওয়েবকুপা’র রাজ্য সম্মেলন নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এ দিন বলেন, “সরকারি সম্পত্তি ব্যবহার করে দলের সম্মেলন মানা যায় না। কমিশনের কাছে অভিযোগ জানানো হচ্ছে।” বিকেলে কমিশনে অভিযোগ করে বিজেপি। শুক্রবারই কমিশনে অভিযোগ করেছেন দক্ষিণ মালদহের বিদায়ী কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। তাঁর ছেলে তথা মালদহ দক্ষিণ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী বলেন, “রাজ্যের শাসক দলের কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সরকারি জায়গায় সম্মেলন করছে। প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে সম্মেলনের অনুমতি দিয়েছে। এই নিয়ে বিদায়ী সাংসদ কমিশনে অভিযোগ জানিয়েছেন।” সম্মেলনে রাজ্যের নানা কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে দেড় হাজার শিক্ষক-শিক্ষিকা শামিল হন বলে দাবি নেতৃত্বের। রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, “বিরোধীরা মানুষের কাছে পৌঁছতে পারছে না। তাই, বিভিন্ন অভিযোগ তুলে প্রচারে থাকতে চাইছে।”
তবে সম্মেলনের অনুমতি নিয়ে কোনও রকম মন্তব্য করতে চাননি জেলাশাসক নীতিন সিংহানিয়া। প্রশাসনের একাংশের দাবি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের সম্মেলনের অনুমতি দেওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্বাচন কমিশন শো-কজ় করেছে। ৪৮ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষকে শো-কজ়ের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বলেন, “এগজ়িকিউটিভ কাউন্সিলের (ইসি) বৈঠকে যাবতীয় ব্যাপার নিয়ে আলোচনা হয়। সে বৈঠকে শিক্ষকেরা সম্মেলনের অনুমতি চেয়ে আবেদন করেন। ইসি অনুমতি দেয়। কমিশনের শো-কজ়ের জবাব নির্দিষ্ট সময়ে দেওয়া হবে।”