অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। — ফাইল চিত্র।
প্রচারে বেরিয়ে উড়ে আসা ঢিলের ঘায়ে আহত হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআরসিপি প্রধান জগন্মোহন রেড্ডি। এর জেরে কিছু ক্ষণের জন্য তাঁর বাসযাত্রা থমকায়। যদিও প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার রোড-শো করতে নেমে পড়েন জগন।
শনিবার ওয়াইএসআরসিপির প্রধান প্রচার করছিলেন বিজয়ওয়াড়ায়। সেখানে চলছিল তাঁর ‘মেমান্থা সিদ্ধম’ (আমরা প্রস্তুত) র্যালি। ছাদখোলা বাসে দাঁড়িয়ে জনসংযোগ করছিলেন জগন। সেখানেই আচমকা ঢিল এসে পড়ে জগনের কপালে। ঝরঝর করে রক্ত পড়তে থাকে। বাসে উপস্থিত চিকিৎসকেরা তড়িঘড়ি তাঁর চিকিৎসা করেন। রক্ত বন্ধ হয়। কিছু ক্ষণের মধ্যেই জগন আবার বেরিয়ে পড়েন প্রচারে। সূত্রের খবর, জগনের বাঁ চোখের উপরেই ক্ষত তৈরি হয়েছে। সেখানে সেলাই করতে হবে বলেও জানা যাচ্ছে।
কে ঢিল ছুড়েছে তা এখনও স্পষ্ট নয়, যদিও ওয়াইএসআরসিপির অভিযোগের আঙুল টিডিপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে।