BJP Candidate Pranat Tudu

ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীকে রক্ষাকবচ দিল হাই কোর্ট! গড়বেতার এফআইআরে নাম ছিল প্রণত টুডুর

গড়বেতার ঝামেলায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর, খুনের চেষ্টা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় গড়বেতা থানায় মামলা দায়ের হয়েছিল। ওই মামলা খারিজ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রণত।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৪ ১৬:৫৩
Share:

ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু। — ফাইল চিত্র।

ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, আগামী ২১ জুন পর্যন্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পুলিশ কোনও রকম পদক্ষেপ করতে পারবে না। পাশাপাশি আদালত আরও জানায়, গড়বেতা থানায় দায়ের হওয়া এফআইআরের উপর আপাতত স্থগিতাদেশ থাকবে।

Advertisement

উল্লেখ্য, গত ২৫ মে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ ছিল। সে দিন সেই কেন্দ্রে কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর প্রকাশ্যে এসেছিল। গড়বেতায় ভোট পরিস্থিতি দেখতে বুথে যাওয়ার সময় আক্রান্ত হন প্রণত। তাঁর দাবি ছিল, তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়। তাঁকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে। আর তাতেই তাঁর মাথা ফাটে। যদিও শাসকদল অভিযোগ উড়িয়ে দিয়ে জানায়, গড়বেতায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছিল বিজেপি। তাদের নেতারা ভোটারদের হুমকি দিচ্ছিলেন। তাই সঙ্ঘবদ্ধ ভাবে তার প্রতিবাদ করেছেন সাধারণ ভোটারেরা।

ওই ঘটনায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর, খুনের চেষ্টা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় গড়বেতা থানায় মামলা দায়ের হয়েছিল। ওই মামলা খারিজ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রণত। সোমবার শুনানির সময় তাঁর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, নির্বাচনের দিন মঙ্গলাপোতা নামে একটি জায়গায় প্রায় ২০০ জন তাঁর মক্কেলকে আক্রমণ করেন। ওই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও আক্রান্ত হন। কিন্তু প্রণত এবং বাহিনীর তরফে গড়বেতা থানায় এফআইআর দায়ের করতে গেলে অভিযোগ নেওয়া হয়নি। অথচ তৃণমূলের এক কর্মীর অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধেই উল্টে মামলা দায়ের করে পুলিশ।

Advertisement

হাই কোর্টের পর্যবেক্ষণ, মামলাকারী এক জন প্রার্থী। গণনার দিন তাঁর উপস্থিতির প্রয়োজনীয়তা পড়তে পারে। তাই আপাতত ওই মামলায় পুলিশকে নিষ্ক্রিয় থাকতে হবে। আগামী ১৮ জুন এই মামলার পরবর্তী শুনানি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement