বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। —ফাইল ছবি।
ফের এক বার পুলিশি জেরা এড়িয়ে গেলেন বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। বুধবার তাঁকে জেরার জন্য তৃতীয় বার তলব করেছিল কলকাতা পুলিশ। গত দু’বার জেরার তলব এড়িয়ে তৃতীয় বার শেক্সপিয়র সরণি থানায় জেরার জন্য যাওয়ার বিষয়ে সম্মতি দিয়েছিলেন তিনি। বুধবার সকালেও তিনি জানিয়েছিলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে পরামর্শ করেই কলকাতা পুলিশের মুখোমুখি হচ্ছেন। তবে দিনের শেষে পুলিশি জেরা এড়িয়ে গিয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক।
নিজের গরহাজিরা প্রসঙ্গে নিখিলরঞ্জন বলেন, ‘‘আমি শেক্সপিয়র সরণির থানার পুলিশ আধিকারিককে ইমেল এবং হোয়াটসঅ্যাপ মারফত চিঠি পাঠিয়েছি। সেখানে লিখেছি, আরও দিন দশেক পরে আমি গিয়ে তদন্তে সহযোগিতা করব।’’ তিনি আরও বলেন, ‘‘থানার আধিকারিক আমাকে জানিয়েছেন, ইমেল এবং হোয়াটসঅ্যাপ মারফত চিঠি পেলেও, হার্ড কপি যেন থানায় পাঠিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার আমি সেই চিঠি থানায় পাঠিয়ে দেব।’’
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের নাম করে তোলাবাজিকাণ্ডে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জনের কাছে তথ্য তলব করে লালবাজার। ওই ঘটনায় অভিযুক্ত তিন জনকে এমএলএ হস্টেল থেকে গ্রেফতার করেছিল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর মিলেছিল, ধৃতেরা যে ঘরে ছিলেন, সেই ঘরটি নিখিলের নামে বুক করা। সেই কারণেই নিখিলের কাছে তথ্য তলব করা হয়েছে বলে জানা গিয়েছিল তদন্তকারীদের সূত্রে। কিন্তু বিজেপি বিধায়কের দাবি, তাঁর লেটারহেড জাল করে ছাপিয়ে ধৃতেরা এ কাজ করেছেন। তিনি এ বিষয় কিছুই জানেন না। বিষয়টিতে হস্তক্ষেপ দাবি করে নিখিলরঞ্জন চিঠি দিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে।