Ritabhari Chakraborty's Marriage

বিয়ের পিঁড়িতে ঋতাভরী! চর্চিত প্রেমিক সুমিতের সঙ্গে কবে, কোথায় গাঁটছড়া বাঁধবেন?

জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ঋতাভরী। সূত্রের খবর, চলতি বছরে ডিসেম্বরে তাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর পরিকল্পনা অভিনেত্রীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ২১:২৪
Share:

ডিসেম্বরে সুমিতের সঙ্গে ছাঁদনাতলায় ঋতাভরী চক্রবর্তী? ছবি: সংগৃহীত।

বলিপাড়ায় প্রেমের ফাঁদে ঋতাভরী চক্রবর্তী। আভাস মিলেছিল আগেই। দীপাবলিতে বলিউডের সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন অভিনেত্রী। ঘরোয়া অনুষ্ঠানে প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ্যে এনেছিলেন। তার পর বড়দিনে টলিপাড়ার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দেন মনের মানুষকে। নতুন বছরের শুরুয়াতও হয়েছে ভালবাসার মানুষের বাহুডোরে। এ বার সেই চর্চিত প্রেমিকের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী।

Advertisement

সূত্রের খবর, চলতি বছরে ডিসেম্বরে তাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর পরিকল্পনা অভিনেত্রীর। জানা গিয়েছে, বাঙালি ও পঞ্জাবি মতে বিয়ে সারবেন অভিনেত্রী। বিয়ের অনুষ্ঠান হবে ঘরোয়া ভাবে। তবে প্রীতিভোজ জাঁকজমকপূর্ণ ভাবেই আয়োজন করার পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর। খবর, বিশেষ দিনে সকলকেই শামিল করতে চান অভিনেত্রী।

সুমিত অরোরা শাহরুখ খানের ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ ছবির সংলাপ লেখক। এ ছাড়াও সোনাক্ষী সিন্‌হা অভিনীত ‘দাহাড়’ ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজ়ের সংলাপও তিনি লিখেছেন। ২০২৩ সাল থেকে এই লেখকের প্রায় সব ছবিতেই ধারাবাহিক ভাবে মন্তব্য করেছেন অভিনেত্রী। সেখানেই লেখককে কখনও ‘বেবি’ বলে সম্বোধন করেছেন, কখনও লিখেছেন, ‘তুমি আমার হিরো’। প্রায়শই সুমিতের সঙ্গে আদুরে ছবি ভাগ করে নেন সমাজমাধ্যমে। উষ্ণ রসায়নে বার বার মনের মানুষের বাহুলগ্না তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement