বনগাঁর বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। ছবি: পিটিআই।
মতুয়া অধ্যুষিত নদিয়া এবং উত্তর ২৪ পরগনার সভায় এসে সিএএ নিয়ে মুখ খুলতে দেখা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে ভোটের প্রচারে নেমে বনগাঁর বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করলেন, সিএএ-র (সংশোধিত নাগরিকত্ব আইন) ধারা তৈরির কাজ শেষ। লোকসভা ভোটের নির্বাচন বিধি চালু হওয়ার এক ঘণ্টা আগে হলেও তা কার্যকর করা হবে বলে এ দিন কার্যত ঘোষণা করলেন তিনি।
বৃহস্পতিবার গাইঘাটার ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়ি থেকে ভোটের প্রচার শুরু করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন, ‘‘ভোটের আগে সিএএ কার্যকর হচ্ছেই। ভোট ঘোষণার এক-দু’দিন বা তিন দিন আগে হলেও সিএএ কার্যকর হবে। এমনকি, নির্বাচন বিধি চালু হওয়ার এক ঘণ্টা আগেও সিএএ কার্যকর হতে পারে।’’
এ নিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের প্রতিক্রিয়া, ‘‘এটা কী ধরনের নীতি যে ভোট ঘোষণার এক ঘণ্টা আগে সিএএ কার্যকর হবে? ভোট এসেছে বলে আবারও বিজেপির
নেতারা নাগরিকত্ব নিয়ে মতুয়াদের ভাঁওতা দিতে আসরে নেমে পড়েছেন।’’