Lok Sabha Election 2024 result

নিজের বুথে তাপসের কাছে পিছিয়ে সুদীপ

দল জিতলেও ব্যবধান বেশি না হওয়ায় পদত্যাগ করতে চেয়েছেন কলকাতা উত্তরেরই ২০ নম্বর ওয়ার্ডের পুর-প্রতিনিধি, তৃণমূলের বিজয় উপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০২৪ ০৯:৫৬
Share:

সুদীপ বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

পাঁচ বছর আগের তুলনায় ব্যবধান কমলেও কলকাতা উত্তর লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী তাপস রায়কে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল স্তরের ফলাফলে নজর দিলে দেখা যাচ্ছে, সাংসদ সুদীপ নিজের বুথে পরাজিত হয়েছেন। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত চৌরঙ্গি বিধানসভার ৫৩ নম্বর ওয়ার্ডের ক্যালকাটা বয়েজ স্কুলে ১৭১ নম্বর বুথের ভোটার সুদীপ। ওই বুথে তিনি পেয়েছেন ২৪৫টি ভোট। উল্টো দিকে বিজেপির তাপস পেয়েছেন ২৪৯টি ভোট। অর্থাৎ ঘরের বুথ থেকে চার ভোটে পরাজিত হয়েছেন সুদীপ! এই নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ অবশ্য বলেন, “আমরা বুথভিত্তিক তথ্য সংগ্রহ করছি। এখনও সব তথ্য হাতে আসেনি। যেখানে ভাল ফল করেছি, সেখানে আরও ভাল করতে হবে। যেখানে খারাপ হয়েছে, সেখানে দ্রুত মেরামতি করে নিতে হবে।”

Advertisement

সূত্রের খবর, দল জিতলেও ব্যবধান বেশি না হওয়ায় পদত্যাগ করতে চেয়েছেন কলকাতা উত্তরেরই ২০ নম্বর ওয়ার্ডের পুর-প্রতিনিধি, তৃণমূলের বিজয় উপাধ্যায়। ওই ওয়ার্ড থেকে ২১৭ ভোটে এগিয়ে আছেন সুদীপ। গত পুর নির্বাচনে বিজয় ওই ওয়ার্ড থেকে সাড়ে ৯ হাজার ভোটে জিতেছিলেন। তিনি বলেন, ‘‘আমাকে দিদি ওখানে পাঠিয়েছিলেন। আমি দাঁড়িয়ে ওখানে ভোটে জয়ী হয়েছিলাম। মাত্র ২১৭ ভোটের ব্যাবধান আমি মেনে নিতে পারছি না! আমি প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে কথা বলেছি। প্রত্যেকে আমার কাজে খুশি। কিন্তু ভোট দেবে না কেন? সেই জন্য আমার অনেক কষ্ট হয়েছে, আমি পদ থেকে ইস্তফা দিলাম!” কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, চেয়ারপার্সন মালা রায়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বিজয়। দলীয় স্তরেও তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement