Lok Sabha Election 2024

তৃণমূলের পোস্টার, পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ, বিজেপিকে ‘বুঝে নেওয়ার’ হুঁশিয়ারি শাসকদলের

ব্লক তৃণমূলের সহ-সভাপতি আব্দুল সাত্তারের দাবি, সমস্ত পোস্টার ছিঁড়েছে বিজেপির দুষ্কৃতীরা। যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের ঘাড়েই দোষ চাপিয়েছে বিজেপি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ ১৭:৪৮
Share:

পোস্টার ছেঁড়া নিয়ে উত্তেজনা কোচবিহারে। — নিজস্ব চিত্র।

তৃণমূলের পতাকা, ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। রাজ্যের শাসকদলের অভিযোগ, শনিবার রাতে এই এলাকায় যত পোস্টার, ফেস্টুন, ব্যানার লাগানো হয়েছিল, সব ছিঁড়ে পাশের ভুট্টাক্ষেত্রে ফেলে দিয়েছে বিজেপির দুষ্কৃতীরা। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে ‘বুঝে’ নেওয়ার হুঁশিয়ারি দেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Advertisement

ভোটের মুখে পতাকা ছেঁড়াকে ঘিরে উত্তপ্ত কোচবিহার। জেলার দিনহাটা ২ ব্লকের বুড়িরহাট ১ গ্রাম পঞ্চায়েতের নাজিরগঞ্জে তৃণমূলের পতাকা ছেঁড়া, প্রার্থীর ফ্লেক্স পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এ বিষয়ে দিনহাটা ২ ব্লক তৃণমূলের সহ-সভাপতি আব্দুল সাত্তার বলেন, ‘‘সকালে এখানকার স্থানীয় নেতৃত্বের কাছে জানতে পারি রাস্তার দু’ধারে আমাদের যত পতাকা, ফ্লেক্স ছিল সব ছিঁড়ে ভুট্টা ক্ষেতে ফেলে দেওয়া হয়েছে। বুড়িরহাট এলাকায় আমরা শান্তিপ্রিয় রাজনৈতিক সমাজ তৈরির চেষ্টা করছি। কিন্তু বিজেপির গুন্ডাবাহিনী রাতের অন্ধকারে আমাদের দলীয় পতাকা, ব্যানার ছিঁড়ে দিচ্ছে। আগামিদিনে যদি এমন ঘটনা আরও ঘটে তা হলে তৃণমূল কর্মীরা হাতে চুড়ি পরে বসে থাকবেন না।’’

সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই সুর ছড়িয়েছে বিজেপির দিনহাটা ২ নম্বর মণ্ডল সভাপতি প্রদীপকুমার বর্মণ। তিনি বলেন, ‘‘এ সব কাজে বিজেপির কেউ জড়িত নয়। তৃণমূল নিজেরাই এ সব করে মিথ্যে সেই অভিযোগ বিজেপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement