গ্রাফিক: সনৎ সিংহ।
কটকের সাংসদ ভর্তৃহরি মহতাব, অভিনেতা-রাজনীতিক সিদ্ধান্ত মহাপাত্রের পর এ বার কেন্দ্রাপড়ার সাংসদ তথা ওড়িয়া চলচ্চিত্র তারকা অনুভব মহান্তি। লোকসভা এবং ওড়িশা বিধানসভার ভোটের আগে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দল ছেড়ে আবার এক জনপ্রিয় মুখ গেলেন বিজেপিতে।
সোমবার বিজেপির ওড়িশার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক বিনোদ তাওড়ের উপস্থিতিতে পদ্ম শিবিরে শামিল হন অনুভব। ভোটের মুখে তাঁর দলত্যাগ নবীনের পক্ষে বড় ধাক্কা বলেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন। বিজেপির একটি সূত্র জানাচ্ছে, অনুভবকে তাঁর বর্তমান কেন্দ্র কেন্দ্রাপড়ার বদলে প্রার্থী করা হতে পারে অন্য কোনও আসনে। এ বার কেন্দ্রাপড়ায় বিজেডির টিকিট না পেয়ে গত সপ্তাহে দল ছাড়ার বার্তা দিয়েছিলেন অনুভব।
ওড়িয়া চলচ্চিত্রের অভিনেতা অনুভব, ওড়িশার শাসকদল বিজেডিতে যোগ দিয়ে ২০১৩ সালে নিজের রাজনৈতিক জীবন শুরু করেন। প্রথমে বিজেপি প্রধান নবীন তাঁকে রাজ্যসভা সাংসদ করেছিলেন। এর পরে ২০১৯ সালের লোকসভা ভোটে প্রার্থী করেন কেন্দ্রাপড়ায়। সে বার ওই কেন্দ্রের দু’বারের বিজেডি সাংসদ বৈজয়ন্ত (জয়) পণ্ডা বিজেপির টিকিটে লড়েছিলেন। তাঁকে দেড় লক্ষেরও বেশি ভোটে হারিয়েছিলেন অনুভব। এ বার জয়কেই ফের কেন্দ্রাপড়ায় বিজেপি প্রার্থী করেছে।