বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে শুক্রবার বসিরহাটে সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছবি: নির্মল বসু।
ঠা-ঠা রোদে বর্ণাঢ্য শোভাযাত্রা। হুডখোলা জিপে হাত জোড় করে দাঁড়িয়ে বসিরহাটের বিজেপি প্রার্থী, সন্দেশখালির প্রতিবাদ আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র। আর জিপের সামনে হাতে বিজেপির প্রতীক আঁকা প্ল্যাকার্ড নিয়ে উত্তর ২৪ পরগনার নেতা-কর্মীদের সঙ্গে হেঁটে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধামসা-মাদল সহযোগে নাচও দেখা গেল শোভাযাত্রায়। শুক্রবার এই শোভাযাত্রার জেরে বসিরহাট শহর যানজটে অবরুদ্ধ হল।
শহরের মৈত্র বাগান থেকে বোটঘাট পর্যন্ত তিন কিলোমিটার পথে অসংখ্য মানুষ এগিয়ে এলেন রেখাকে দেখতে। পথের ধারে থাকা লোকজনের সঙ্গে কথা বলতে দেখা গেল শুভেন্দুকেও। মোটের উপর এ দিন বসিরহাটে রেখার প্রথম প্রচার সভা ছিল জমজমাট। বোটঘাটের সভার মঞ্চে আপ্লুত রেখাকে বার বার চোখ মুছতে দেখা গেল। শুভেন্দু বললেন, ‘‘চোরেদের কাছ থেকে পরিত্রাণ চায় বসিরহাট। রেখাকে কে প্রার্থী করেছেন জানেন তো আপনারা? বসিরহাটের উন্নয়নের জন্য রেখাকে আমরা দিল্লিতে মোদীজির কাছে পাঠাব।’’ তার পরেই বলেন, ‘‘শাহজাহান শুনতে পাচ্ছেন তো জেলের ভিতরে?’’
বসিরহাট স্টেডিয়ামে প্রশাসন এ দিন বিজেপির সভা করার অনুমতি প্রথমে দিতে চায়নি বলে অভিযোগ করেন শুভেন্দু। জেলা প্রশাসনকে এক হাত নিয়ে ভোটের ফল প্রকাশের পরে স্টেডিয়ামের মাঠেই বিজয় সভা হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ দিনের পথসভার মঞ্চে মিনাখাঁর বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ-সহ অন্য দল থেকে আসা কর্মীরা বিজেপিতে যোগদান করেন। শুভেন্দু বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারেননি কে কে?’’ উপস্থিত অনেকের মাঝে প্রার্থী রেখাও হাত তুলে জানান ভোট দিতে পারেননি তিনি। শুভেন্দু প্রার্থীর হাত তুলে ধরে বলেন, ‘‘রেখার সঙ্গে থেকে আমাদের উপরে ভরসা রাখুন। লোকসভায় ভোট দিতে পারবেন সকলে।’’ তার পরে শুভেন্দু ঘোষণা করেন, ‘‘জিততে পারলে টাকি এবং বসিরহাটে যত পুকুর বোজানো হয়েছে, যারা বুজিয়েছে তাদের দিয়েই মাটি তুলে পুকুরগুলি পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়া আমাদের লক্ষ্য।’’
রেখার কথা শুনতে পথসভাতেও ছিল উপচে পড়া ভিড়। এত মানুষের সমাগম দেখে আপ্লুত রেখা জোড়হাতে বলেন, ‘‘আমি আপনাদের গরিব বোন রেখা পাত্র। শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদের পাশে থাকব সমস্ত অন্যায়ের প্রতিবাদে। আপনারা থাকবেন তো আমার সঙ্গে?’’
বসিরহাটের তৃণমূল নেতা তথা বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বিজেপির র্যালি ও প্রচার সভা প্রসঙ্গে বলেন, ‘‘ওরা মুখ নয়, মুখোশের আড়ালে কথা বলে। সেটা মানুষ বুঝেছে। ভোট বাক্সে তা নিশ্চয়ই প্রমাণিত হবে।’’