(বাঁ দিক থেকে) রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী এবং হিমন্ত বিশ্বশর্মা । — ফাইল চিত্র।
লোকসভা ভোটের পর্ব শেষ হলেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে ‘অসাংবিধানিক’ বললেও বিরোধীরা যদি তা নিয়ে অভিযোগ তোলেন তবে আইনি পদক্ষেপের হুমকিও দিয়েছেন গত সপ্তাহে। অসমের সেই বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এ বার রাহুল এবং প্রিয়ঙ্কা গান্ধীকে বললেন ‘আমূল বেবি’!
লোকসভা ভোটের প্রচারে মঙ্গলবার অসমে গিয়েছিলেন প্রিয়ঙ্কা। যোরহাটের কংগ্রেস প্রার্থী গৌরব গগৈয়ের সমর্থনে তাঁর রোড-শোতে বিপুল জনসমাগম হয়েছিল। বিরোধীদের অভিযোগ, সেটাই একদা কংগ্রেস নেতা হিমন্তের উষ্মার কারণ। বুধবার তিনি বলেন, ‘‘অসমের মানুষ কেন গান্ধী পরিবারের আমূল বেবিদের দেখতে যাবেন? ওঁরা আমূলের প্রচারের জন্য উপযুক্ত। ওঁদের দেখতে না গিয়ে বরং কাজিরাঙায় গিয়ে গন্ডার, বাঘ দেখুন।’’
গত জানুয়ারিতে রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সময়ও ধারাবাহিক ভাবে প্ররোচনামূলক ও অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছিল হিমন্তের বিরুদ্ধে। গুয়াহাটিতে কংগ্রেসের যাত্রা চলাকালীন হামলাও হয়েছিল। এর পরে রাহুল-সহ কংগ্রেস নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল হিমন্তের পুলিশ। সাম্প্রতিক সময়ে রাহুল গান্ধীকে ‘সাদ্দাম হোসেন’, কর্নাটকের কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে ‘টিপু সুলতানের বংশধর’ বলেছিলেন হিমন্ত।