Arvind Kejriwal

‘বিজেপি ২৩০টি আসন পেলেও সরকার গঠন করবে না’, মন্তব্য কেজরীর, ক্ষমতায় কে আসবে? জানালেন তা-ও

আবগারি মামলায় ২১ মার্চ গ্রেফতার হয়েছিলেন অরবিন্দ কেজরীওয়াল। ৫০ দিন পর শুক্রবারই অন্তর্বর্তী জামিনে জেল থেকে মুক্তি পেয়েছেন। শনিবার সকাল থেকেই প্রচারে নেমেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১০:১৯
Share:

দিল্লির মুুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। —ফাইল চিত্র ।

লোকসভা নির্বাচনে ২২০ থেকে ২৩০টি আসন জিততে পারে বিজেপি। কিন্তু কেন্দ্রে কোনও ভাবেই সরকার গড়তে পারবে না! কেন্দ্রে সরকার গড়বে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’। বিজেপি নেতৃত্বকে তোপ দেগে শনিবার এমনটাই মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। কেজরী আরও জানিয়েছেন, কেন্দ্রে জোট ‘ইন্ডিয়া’ যে সরকার লোকসভা নির্বাচনের পর গড়বে, তার শরিক হবে, তাঁর দল আম আদমি পার্টি (আপ)।

Advertisement

আবগারি মামলায় ২১ মার্চ গ্রেফতার হয়েছিলেন কেজরীওয়াল। ৫০ দিন পর শুক্রবারই অন্তর্বর্তী জামিনে জেল থেকে মুক্তি পেয়েছেন। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই সুপ্রিম কোর্ট কেজরীওয়ালের ২১ দিনের জামিন মঞ্জুর করেছে। শনিবার সকাল থেকেই প্রচারে নেমেছেন কেজরীওয়াল। আর প্রচারে নামার পর থেকেই বিজেপিকে লাগাতার আক্রমণ করে চলেছেন তিনি।

দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, কোনও ভাবেই এ বার কেন্দ্রে সরকার গড়তে পারবে না বিজেপি। হরিয়ানা, রাজস্থান, কর্নাটক, দিল্লি, বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে বিজেপির আসন কমবে। কোন রাজ্যে তাদের আসন বাড়বে না। এর পরেই তিনি বলেন, ‘‘জেল থেকে মুক্তি পাওয়ার পর আমি নির্বাচন বিশেষজ্ঞ এবং জনগণের সঙ্গে কথা বলেছি এবং জানতে পেরেছি যে কেন্দ্রে সরকার গড়তে পারবে না বিজেপি। বিজেপি ২২০-২৩০টার বেশি আসন পাবে না। ৪ জুন মোদীর সরকার গঠন হচ্ছে না। সরকার গড়বে জোট ‘ইন্ডিয়া’। আপ সেই সরকারের শরিক হবে।’’

Advertisement

পাশাপাশি দিল্লিবাসীর উদ্দেশ্যে কেজরীওয়ালের প্রতিশ্রুতি, ‘‘জোট ‘ইন্ডিয়া’ সরকার গড়লে দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে।’’

যদিও কেজরীর দাবি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দিল্লির মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া হিসাবে বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, ‘‘আমাদের প্রতি ঘৃণা থাকা সত্ত্বেও আপ নেতা বলছেন আমারা এতগুলি আসন পাব। এর অর্থ শাসক জোট এর প্রায় দ্বিগুণ আসন পাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement