Lok Sabha Election 2024

বিজেপিতে যোগ দিলেন অনুরাধা পোড়ওয়াল, ভোটে লড়বেন কি না, জানালেন সেই উত্তরও

বিজেপির দফতরে পৌঁছে অনুরাধা যোগ দিলেন দলে। তার পরেই সাংবাদিকদের জানালেন, ‘সনাতন’-এর সঙ্গে তাঁর যোগ দীর্ঘ দিনের। যে দলে যোগ দিচ্ছেন, তাদেরও ‘সনাতন’-যোগ গভীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৪ ১৪:২৮
Share:

বিজেপিতে যোগ দিলেন অনুরাধা পোড়ওয়াল। ছবি: সংগৃহীত।

বিজেপিতে যোগদান করলেন গায়িকা অনুরাধা পোড়ওয়াল। শনিবার দুপুরে ভোটের দিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। তার আগে বিজেপির দফতরে পৌঁছে অনুরাধা যোগ দিলেন দলে। তার পরেই সাংবাদিকদের জানালেন, ‘সনাতন’-এর সঙ্গে তাঁর যোগ দীর্ঘ দিনের। যে দলে যোগ দিচ্ছেন, তাদেরও ‘সনাতন’-যোগ গভীর।

Advertisement

নব্বইয়ের দশকে ভক্তিগীতি গেয়ে খ্যাতি পেয়েছিলেন অনুরাধা। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনের দিন ভজন গেয়েছিলেন তিনি। বহু হিন্দি ছবিতেও গান গেয়েছেন তিনি। শনিবার বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘‘আমি খুশি, যে দলে যোগ দিচ্ছি, সনাতনের সঙ্গে তাদের সম্পর্ক গভীর। আমার সৌভাগ্য যে বিজেপিতে যোগ দিচ্ছি।’’ লোকসভা ভোটের আগে যোগ দিলেন বিজেপিতে। তবে কি আসন্ন ভোটে প্রার্থী হতে চলেছেন? সে প্রশ্নের জবাবে অনুরাধা বলেন, ‘‘আমি জানি না। দল যা পরামর্শ দেবে।’’

কর্নাটকের কোঙ্কনি পরিবারে ১৯৫২ সালে জন্ম অনুরাধার। নাম ছিল অলকা নাদকার্নি। ১৯৭৩ সালে গানের কেরিয়ার শুরু। ‘অভিমান’ ছবিতে সংস্কৃতে একটি শ্লোক গেয়েছিলেন তিনি। ওই বছরই মারাঠি সিনেমায় গাইতে শুরু করেন তিনি। ছবির পাশাপাশি ভক্তিগীতি, ভজনও গেয়েছেন তিনি।

Advertisement

অনুরাধার যোগদানের কিছু ক্ষণ আগেই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছেন অজয়প্রতাপ সিংহ। তিনি মধ্যপ্রদেশ থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ। অজয় জানিয়েছেন, আবার প্রার্থী হতে না পেরেই এই সিদ্ধান্ত। অন্য দিকে, শনিবার সকালেই তেলঙ্গানার বিজেপি নেতা এপি জিতেন্দ্র রেড্ডি এবং তাঁর ছেলে কংগ্রেসে যোগদান করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement