Kamal Haasan

সিপিএম প্রার্থীর প্রচারে অভিনেতা কমল হাসন, করলেন ‘রোড-শো’, কোন লোকসভা আসনে?

জনপ্রিয় তামিল অভিনেতা কমল ২০১৮ সালে নিজের দল এমএনএম গড়েছিলেন। ২০১৯-এর লোকসভা ভোটে তামিলনাড়ুর ৩৯টি আসনের মধ্যে ৩৭টিতে প্রার্থী দিলেও একটিও জেতেনি তাঁর দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ০৯:২৯
Share:

বাঁ দিক থেকে, কমল হাসন এবং এস বেঙ্কটেশন। ছবি: এক্স হ্যান্ডল থেকে নেওয়া।

অভিনেতা-রাজনীতিক কমল হাসনকে কোয়ম্বত্তূর লোকসভা আসনটি দিতে ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন নাকি রাজি হয়ে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সিপিএম নেতৃত্বের ‘চাপে’ জোটশর্ত মেনে পিছু হটতে হয় তাঁকে। এ বার সেই সিপিএমেরই প্রচারে দেখা গেল কমলকে।

Advertisement

বৃহস্পতিবার রাতে মাদুরাইয়ের সিপিএম প্রার্থী বেঙ্কটেশনের সমর্থনে ‘রোড-শো’ করেন ‘মাক্কাল নেধি মইয়ম’ (এমএনএম)-এর প্রতিষ্ঠাতা-প্রধান কমল। আগামী ১৯ এপ্রিল প্রথম দফাতেই তামিলনাড়ুর ৩৯টি লোকসভা কেন্দ্রের সবক’টিতে ভোটগ্রহণ হবে। সে রাজ্যে ডিএমকের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’য় রয়েছে কংগ্রেস, দুই বাম দল, আইইউএমএল, ভিসিকে-সহ কয়েকটি আঞ্চলিক দল। কোনও আসনে না লড়ে কমল নিঃশর্তে সমর্থন করছেন ‘ইন্ডিয়া’কে।

২০১৯ সালের লোকসভা ভোটে ডিএমকে নেতৃত্বাধীন ন’টি দলের জোটের অন্যতম শরিক ছিল কংগ্রেস। দাক্ষিণাত্যের ওই রাজ্যের ৩৯টি লোকসভা আসনের মধ্যে ৩৮টিতেই জিতেছিল ওই জোট। বিজেপির তৎকালীন সহযোগী এডিএমকে জিতেছিল একটি আসনে। এ বার লড়াই সেখানে ত্রিমুখী। প্রধান বিরোধী দল এডিএমকের পাশাপাশি বিজেপি-পিএমকে-এএমএমকে জোট আলাদা ভাবে রয়েছে ভোটের ময়দানে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহিষ্কৃত এডিএমকে নেতা ও পন্নীরসেলভমও রয়েছেন এই জোটে।

Advertisement

প্রসঙ্গত, জনপ্রিয় তামিল অভিনেতা কমল ২০১৮ সালে নিজের দল এমএনএম গড়েছিলেন। ২০১৯-এর লোকসভা ভোটে তামিলনাড়ুর ৩৯টি আসনের মধ্যে ৩৭টিতে প্রার্থী দিলেও একটিও জেতেনি কমলের দল। পেয়েছিল সাকুল্যে সাড়ে তিন শতাংশ ভোট। ২০২১ সালের বিধানসভা ভোটে কোয়ম্বত্তূর দক্ষিণ কেন্দ্রে কমল লড়ে হাজার দেড়েক ভোটে এডিএমকে-বিজেপি জোটের প্রার্থীর কাছে হেরে গেলেও পেয়েছিলেন প্রায় ৩৪ শতাংশ ভোট। তৃতীয় স্থানে ঠেলে দিয়েছিলেন ডিএমকে-কংগ্রেস-বাম জোটের প্রার্থীকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement