অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র
পান্ডুয়ার জনসভায় গল্পকারের ভূমিকায় অভিষেক। সাধুর মন্ত্রের জোরে ইঁদুরের বাঘ হয়ে ওঠার গল্প বলে অভিষেক জনতার উদ্দেশে আর্জি জানান বিজেপিকে বাঘ থেকে ফের ইঁদুর করে দিতে। মানুষ বিজেপিকে বাঘ করে দেওয়ার পর তারা ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে বলে দাবি করেছেন তিনি।
অভিষেক বলেন, “বিজেপি টাকা দিতে এলে নিয়ে নিন। ভোটের আগে এরা টাকা নিয়ে আসে। আমি মা-ভাইদের বলব, এটা আপনাদের টাকা। পদ্মফুলের টাকা নিয়ে জোড়াফুলে ভোট দিন।”
আবাস যোজনার প্রথম পর্যায়ের টাকা ৩১ ডিসেম্বরের আগে পেয়ে যাবেন মানুষ। পান্ডুয়ার সভা থেকে জানালেন অভিষেক।
লকেটকে আক্রমণ করে অভিষেক বলেন, “২০১১ সালের আগে কোথায় ছিলে, মা? এখন এখানে ওখানে ঘুরছ, ভাষণ দিচ্ছ। মমতা বন্দ্যোপাধ্যায় না-থাকলে সিপিএমের বোমা-বন্দুকের কাছে মাথা নত করতে।”
বিজেপি ক্ষমতায় এলে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে বলছে। নিজের বক্তব্যের সমর্থনে একটি অডিয়ো ক্লিপ শোনান তিনি। তার পর অভিষেক বলেন, “বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। আগে তো লকেট জিতুন।”
পাঁচ বছরে হুগলির সাংসদ হিসাবে কাজ করেছেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়? পান্ডুয়ার জনসভা থেকে প্রশ্ন তুললেন অভিষেক। তাঁর কথায়, “গত পাঁচ বছরে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে আসতে কেন্দ্রকে ক’টা চিঠি লিখেছেন লকেট চট্টোপাধ্যায়?”