কংগ্রেসের জেলা কার্যালয়ে অধীর চৌধুরীর হাতে টাকা তুলে দিচ্ছেন এক মহিলা। —নিজস্ব চিত্র।
নুন আনতে পান্তা ফুরনো সংসার। বাড়ির পুরুষদের পেশা দিনমজুরি। তা থেকে যা উপার্জন হয়, তাতে কোনও ক্রমে টেনেটুনে সংসার চলে। বাড়ির মহিলারাও ছাগল পোষেন। সেই ছাগল বিক্রি করেই নগদ ১১ হাজার টাকা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্বাচনী তহবিলে দিলেন গ্রামের কয়েক জন মহিলা!
কংগ্রেস সূত্রে খবর, বহরমপুর লোকসভার অন্তর্গত কান্দি থানার রণগ্রাম এলাকার কয়েক জন মহিলা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর নির্বাচনী তহবিলে ১১ হাজার টাকা দেন। রবিবার দুপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে অধীরের হাতে নগদ অর্থ তুলে দিয়ে তাঁরা জানান, বহরমপুরের সাংসদের জন্য অনেক দিন ধরেই কিছু করার ইচ্ছা ছিল। তাঁদের সেই ইচ্ছা পূরণ হল। তাঁদের এক জন নীলমণি মণ্ডল বলেন, ‘‘আমরা মা-বোনেরা মিলে অনেক দিন ধরেই ভাবছিলাম। তবে দাদার কাছে তো আমরা সব সময় আসতে পারি না। তাই আমরা একটু একটু করে টাকা জমাচ্ছিলাম। দাদাকে টাকা দিতে পেরে আমরা খুবই আনন্দিত।’’
বহরমপুরের রাজনীতিতে ‘রবিনহুড’ বলে পরিচিত অধীর। এই ঘটনায় তিনি আপ্লুত। অধীর বলেন, ‘‘এঁরা আছেন বলে শক্তি পাই। এঁরাই আমার শক্তি। চুরির টাকায় আমাদের দল চলে না। এই ঘটনা তার প্রমাণ।’’