ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার জন্য দুই কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে শিলংয়ে নামতে পারল না বায়ুসেনার হেলিকপ্টার। কপ্টার নিয়ে গুয়াহাটি ফিরলেন পাইলট। পূর্ব খাসি হিল জেলার লোয়ার লাচুমেয়ারে একটি পাসপোর্ট কেন্দ্রের উদ্বোধন করতে যাচ্ছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও ওই মন্ত্রকের প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল ভি কে সিংহ।
আজ বরঝাড়ের লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দর থেকে শিলং যাওয়ার জন্য সুষমারা বায়ুসেনার কপ্টারে ওঠেন। সকাল থেকেই উত্তর-পূর্বের বেশিরভাগ এলাকা কুয়াশায় ঢাকা ছিল। উমিয়াম সরোবরের কাছে পৌঁছনোর পর খারাপ আবহাওয়া দেখে পাইলটরা আর এগোনোর ঝুঁকি নেননি। ২০০৪ সালে ওই এলাকাতেই খারাপ আবহাওয়ায় ভেঙে পড়েছিল একটি হেলিকপ্টার। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল মেঘালয়ের এক মন্ত্রী, দুই বিধায়ক-সহ ১০ জনের।
পূর্ব খাসি হিলের জেলাশাসক জানান, দুই কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে পাইলটরা গুয়াহাটি ফিরে যান। সেখান থেকে তাঁরা দু’জন দিল্লি রওনা হন।