West Bengal Public Service Commission

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিসের নিয়োগ পরীক্ষাগুলির ফল ঘোষণা কবে? নির্ঘন্ট প্রকাশ কমিশনের

যাঁরা এই পরীক্ষাগুলি দিয়েছিলেন, তাঁরা ফল ঘোষণার পর কমিশনের ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ ১৭:০০
Share:

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রতীকী ছবি।

কমিশন আয়োজিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার ফল ঘোষণার নির্ঘন্ট প্রকাশ করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (ডাব্লিউপিএসসি)। জানুয়ারি মাসেই এই পরীক্ষাগুলির ফল ঘোষণা করবে কমিশন। যাঁরা এই পরীক্ষাগুলি দিয়েছিলেন, তাঁরা ফল ঘোষণার পর কমিশনের ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।

Advertisement

কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডাব্লিউবিসিএস এগজিকিউটিভ পরীক্ষা, ২০২০-এর গ্রুপ এ ও বি -এর ফল আগামী ২০ জানুয়ারি, আইসিডিএস সুপারভাইজার (শুধু মহিলাদের জন্য আয়োজিত ) নিয়োগের পরীক্ষা, ২০১৯ -এর ফল আগামী ২৭ জানুয়ারি এবং আইসিডিএস সুপারভাইজার (অঙ্গনওয়াড়ি ও কমিউনিটি কর্মী নিয়োগের জন্য শুধু মহিলাদের জন্য আয়োজিত ) নিয়োগের পরীক্ষা, ২০১৯-এর ফল আগামী ৩১ জানুয়ারি, ২০২৩-এ প্রকাশিত হবে।

পরীক্ষার্থীরা কী ভাবে তাঁদের রেজাল্ট দেখবেন?

Advertisement
  • প্রথমে তাঁদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট-wbpsc.gov.in-এ যেতে হবে।
  • এর পর হোমপেজে 'রেজাল্ট/রেকমেন্ডেশন' বিভাগে যেতে হবে।
  • এবার এখানে যে পরীক্ষার ফলাফল পরীক্ষার্থী দেখতে চান, সেই লিঙ্কে ক্লিক করলেই তাঁরা তাঁদের রেজাল্ট দেখতে পাবেন।
  • এর পর তাঁরা রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement