পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রতীকী ছবি।
কমিশন আয়োজিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার ফল ঘোষণার নির্ঘন্ট প্রকাশ করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (ডাব্লিউপিএসসি)। জানুয়ারি মাসেই এই পরীক্ষাগুলির ফল ঘোষণা করবে কমিশন। যাঁরা এই পরীক্ষাগুলি দিয়েছিলেন, তাঁরা ফল ঘোষণার পর কমিশনের ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।
কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডাব্লিউবিসিএস এগজিকিউটিভ পরীক্ষা, ২০২০-এর গ্রুপ এ ও বি -এর ফল আগামী ২০ জানুয়ারি, আইসিডিএস সুপারভাইজার (শুধু মহিলাদের জন্য আয়োজিত ) নিয়োগের পরীক্ষা, ২০১৯ -এর ফল আগামী ২৭ জানুয়ারি এবং আইসিডিএস সুপারভাইজার (অঙ্গনওয়াড়ি ও কমিউনিটি কর্মী নিয়োগের জন্য শুধু মহিলাদের জন্য আয়োজিত ) নিয়োগের পরীক্ষা, ২০১৯-এর ফল আগামী ৩১ জানুয়ারি, ২০২৩-এ প্রকাশিত হবে।
পরীক্ষার্থীরা কী ভাবে তাঁদের রেজাল্ট দেখবেন?