ইউজিসি নেট পরীক্ষা। প্রতীকী ছবি।
বৃহস্পতিবার জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ) ইউজিসি নেট ২০২২-এর পরীক্ষার দিন ঘোষণা করেছে। জানানো হয়েছে, পরের বছর ২১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ-এর মধ্যে এই পরীক্ষার আয়োজন করা হবে। বৃহস্পতিবার রাত থেকেই এই পরীক্ষায় আবেদন জানানোর প্রক্রিয়াও শুরু করেছে এনটিএ।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সভাপতি এম জগদেশ কুমার একটি টুইটের মাধ্যমে জানান, ইউজিসি নেট ২০২২-এর পরীক্ষাটি ৮৩ টি বিষয়ের উপর কম্পিউটারের মাধ্যমে নেওয়া হবে। এনটিএ-এর দ্বারা আয়োজিত এই পরীক্ষাটি ভারতের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপ ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা বলে বিবেচিত হয় বলেও তিনি জানান টুইটে।
জগদেশ কুমার আরও জানান, এই পরীক্ষার জন্য আগ্রহীরা আগামী ১৭ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
কী ভাবে এই পরীক্ষার জন্য আবেদন জানাবেন পরীক্ষার্থীরা?
·রেজিস্ট্রেশনের পর পোর্টালে লগ ইন করে পরীক্ষার আবেদনপত্র পূরণ করতে হবে।