UGC NET

আগামী বছর ইউজিসি নেট পরীক্ষাটি কবে? জানাল জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা

ইউজিসি নেট ২০২২-এর পরীক্ষাটি ৮৩ টি বিষয়ের উপর কম্পিউটারের মাধ্যমে নেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ ১৪:১৫
Share:

ইউজিসি নেট পরীক্ষা। প্রতীকী ছবি।

বৃহস্পতিবার জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ) ইউজিসি নেট ২০২২-এর পরীক্ষার দিন ঘোষণা করেছে। জানানো হয়েছে, পরের বছর ২১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ-এর মধ্যে এই পরীক্ষার আয়োজন করা হবে। বৃহস্পতিবার রাত থেকেই এই পরীক্ষায় আবেদন জানানোর প্রক্রিয়াও শুরু করেছে এনটিএ।

Advertisement

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সভাপতি এম জগদেশ কুমার একটি টুইটের মাধ্যমে জানান, ইউজিসি নেট ২০২২-এর পরীক্ষাটি ৮৩ টি বিষয়ের উপর কম্পিউটারের মাধ্যমে নেওয়া হবে। এনটিএ-এর দ্বারা আয়োজিত এই পরীক্ষাটি ভারতের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপ ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা বলে বিবেচিত হয় বলেও তিনি জানান টুইটে।

জগদেশ কুমার আরও জানান, এই পরীক্ষার জন্য আগ্রহীরা আগামী ১৭ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

Advertisement

কী ভাবে এই পরীক্ষার জন্য আবেদন জানাবেন পরীক্ষার্থীরা?

  • প্রথমেই পরীক্ষার্থীদের ইউজিসি নেট-এর ওয়েবসাইট-https://ugcnet.nta.nic.in/-এ যেতে হবে।

  • এর পর হোমপেজে ‘ইউজিসি নেট ডিসেম্বর ২০২২’-এর লিঙ্কটিতে ক্লিক করে রেজিস্টার করতে হবে।

·রেজিস্ট্রেশনের পর পোর্টালে লগ ইন করে পরীক্ষার আবেদনপত্র পূরণ করতে হবে।

  • এ বারে সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করে পরীক্ষার আবেদনমূল্য জমা দিতে হবে।

  • এর পর আবেদনপত্রটি জমা দিয়ে তার একটি প্রিন্ট আউট রাখতে হবে পরীক্ষার্থীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement