Higher Secondary 2024 Psychology Suggestion

উচ্চ মাধ্যমিকে মনোবিদ্যা পরীক্ষার জন্য কী কী গুরুত্বপূর্ণ? ভাল ফলের চাবিকাঠিই বা কী?

তবে পরীক্ষার জন্য সমস্ত অধ্যায়ই খুঁটিয়ে পড়ে যাওয়া ভাল। যাতে পরীক্ষাকেন্দ্রে কোনও সমস্যার সম্মুখীন হতে না হয় এবং পরীক্ষার ফল ভাল হয়।

Advertisement

প্রিয়াঙ্কা দাস

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৫
Share:

প্রতীকী চিত্র।

উচ্চ মাধ্যমিক স্তরেই সাইকোলজি বা মনোবিদ্যার সঙ্গে পড়ুয়াদের পরিচয়। মনোবিদ্যা পড়া মানে শুধু যে মানুষের মন বা তার আচরণ বোঝা, তা নয়। দৈনন্দিন জীবনের সঙ্গে এবং অন্যান্য বিষয়ের সঙ্গেও মনোবিদ্যা ওতপ্রত ভাবে জড়িত। চলতি বছরে উচ্চ মাধ্যমিকের মনোবিদ্যার পরীক্ষা মঙ্গলবার। তাই পরীক্ষার আগে শেষ মুহূর্তে কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ, কী কী বিষয় মাথায় রাখলে ভাল ফল করা সম্ভব, সেই বিষয়ে রইল পরামর্শ।

Advertisement

যা মাথায় রাখতে হবে:

১) পরীক্ষায় এমসিকিউ এবং এসএকিউ মিলিয়ে মোট ৩৫ নম্বর থাকে। এখান থেকেই অনেক নম্বর তোলা সম্ভব। তাই পাঠ্যবই খুঁটিয়ে পড়লেই পরীক্ষায় অনেক চেনা প্রশ্ন পাওয়া যাবে।

Advertisement

২) বিগত পাঁচ বছরের প্রশ্নপত্র ভাল ভাবে দেখে গেলে পরীক্ষায় কিছু প্রশ্ন ‘কমন’ পড়তে পারে।

৩) তবে সমস্ত বিষয় মুখস্থ করলে মুশকিল হতে পারে। অনেক সময় চেনা প্রশ্ন ঘুরিয়ে এলে বিষয়বস্তুর প্রতি দখল না থাকলে বা বিষয়টি না বুঝলে উত্তর দেওয়া সম্ভব হবে না।

৪) প্রশ্নের উত্তর লিখতে হবে সহজ ভাষায়। দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন বা এলএকিউয়ের ক্ষেত্রে তিনটি ভাগে ভাগ করে উত্তর লিখলে ভাল। অর্থাৎ, প্রথমে ভূমিকা, মাঝ খানে মূল উত্তর এবং শেষে উপসংহার দিয়ে উত্তর লিখতে হবে।

৫) গুরুত্বপূর্ণ পয়েন্ট বা টার্মগুলি হাইলাইট বা আন্ডারলাইন করলে ভাল হয়।

৬) কোনও বিষয়ের পার্থক্য লিখতে দিলে মাঝখানে ছক কেটে লেখা উচিত।

৭) কোনও বিষয়ের সংজ্ঞা লেখার ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া সংজ্ঞা লেখা উচিত।

কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ:

১) ইন্টেলিজেন্স অধ্যায় থেকে গিফটেড ব্যাকওয়ার্ড চিলড্রেন। গিফটেড বা ব্যাকওয়ার্ড চিলড্রেন থেকে চিহ্নিতকরণ (আইডেন্টিফিকেশন), কারণ এবং চিকিৎসা পদ্ধতি বড় প্রশ্নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

২) স্ট্যাটিস্টিক্স থেকে নরমাল প্রোব্যাবিলিটি কার্ভ, রোল অফ স্ট্যাটিস্টিক্স ইন সাইকোলজি গুরুত্বপূর্ণ।

৩) ডিসঅর্ডার অধ্যায় থেকে সমস্ত টপিকই গুরুতবপূর্ণ। বিশেষ করে টাইপস অফ ডিসঅর্ডার, ডিসঅর্ডার ইন ডিটেলস (ডিসঅর্ডারটি কী/ লক্ষণ/ কারণ/ প্রতিকার)।

৪) সাইকোসিস এবং নিউরোসিসের মধ্যে পার্থক্য।

৫) সোশ্যাল বিহেভিয়ার অ্যান্ড গ্রুপ থেকে লিডারশিপের সংজ্ঞা, চারিত্রিক বৈশিষ্ট্য এবং কাজ বা কর্তব্য গুরুত্বপূর্ণ।

৬) অ্যাটিটিউড থেকে অ্যাটিটিউড পরিবর্তন, গঠন এবং বিভিন্ন স্কেল গুরুত্বপূর্ণ।

৭) পার্সোন্যালিটি থেকে বিভিন্ন প্রকার এবং বৈশিষ্ট্যের তত্ত্ব, চরিত্র গঠনে পরিবেশের ভূমিকা।

৮) অ্যাডজাস্টমেন্ট ম্যালঅ্যাডজাস্টমেন্ট-এর কারণ, ধরন এবং লক্ষণ থেকে এমসিকিউ, এসএকিউ বা এলএকিউ প্রশ্ন আসতে পারে।

তবে পরীক্ষার জন্য সমস্ত অধ্যায়ই খুঁটিয়ে পড়ে যাওয়া ভাল। যাতে পরীক্ষাকেন্দ্রে কোনও সমস্যার সম্মুখীন হতে না হয় এবং পরীক্ষার ফল ভাল হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement