জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।
জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় কর্মখালি। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থপুষ্ট প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট টেকনিশিয়ান নিয়োগ করা হবে। ওই কাজের জন্য একটি শূন্যপদ রয়েছে।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভায়রোলজি এবং জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে পরিচালিত গবেষণা প্রকল্পে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে। এই কাজের জন্য বায়োলজিক্যাল সায়েন্সেস কিংবা জ়ুলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা সুযোগ পাবেন। এ ক্ষেত্রে স্থানীয় ভাষায় সাবলীল প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
উল্লিখিত পদে অনূর্ধ্ব ২৮ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। পাশাপাশি, প্রার্থীদের অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ১৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীরা ২৮ নভেম্বরের মধ্যে ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। প্রজেক্ট টেকনিশিয়ান পদের মেয়াদ ৮ মে, ২০২৫ পর্যন্ত। এ বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারবেন।