উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণামূলক কাজের সুযোগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি মোতাবেক, বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এর জন্য আগ্রহীদের আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।
বিশ্ববিদ্যালয়ের অ্যানালিটিক্যাল ল্যাবরেটরিতে বিভিন্ন অ্যানালিটিক্যাল ইন্সট্রুমেন্ট ব্যবহার সংক্রান্ত কাজের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে রিসার্চ অ্যাসোসিয়েট পদে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত। পারিশ্রমিক হবে মাসে ৩৫,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। তাঁদের এগ্রিকালচারাল কেমিক্যালস বা এগ্রিকালচারাল কেমিস্ট্রিতে পিএইচডি থাকতে হবে। অভিজ্ঞতা থাকতে হবে পেস্টিসাইড রেসিডিউ অ্যানালিসিসের কাজের। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি নির্ধারণ করা হয়েছে।
আগামী ১৭ ডিসেম্বর দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি নিয়ে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।