WBJEE Toppers 2024

অবসরে সাইকোলজিক্যাল থ্রিলারেই আনন্দ খোঁজেন জয়েন্টে দ্বিতীয় শুভ্রদীপ

কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুলের ছাত্র শুভ্রদীপ পাল ২০২৪ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশনে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন। অবসরে বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল থ্রিলার ছবি দেখতে এবং মোবাইলে গেম খেলতে পছন্দ করেন তিনি।

Advertisement

স্বর্ণালী তালুকদার

শেষ আপডেট: ০৭ জুন ২০২৪ ১৬:৪৩
Share:

অবসরে বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল থ্রিলার ছবি দেখতে ভালোবাসেন জয়েন্টে দ্বিতীয় শুভ্রদীপ। ছবি: সংগৃহীত।

‘ডার্ক’ সিরিজটা খুব পছন্দের। ‘অসুর’-এর দ্বিতীয় ভাগটাও বেশ ভাল লেগেছে। ২০২৪-এর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশনে দ্বিতীয় স্থান অর্জনকারী শুভ্রদীপ পালের অবসর এ ভাবেই কাটে। পড়াশোনার বাইরে কী করতে ভাল লাগে, তার উত্তরে তিনি জানিয়েছেন, সাইকোলজিক্যাল থ্রিলার ছবি দেখতে এবং মোবাইলে গেম খেলতে খুব ভাল লাগে।

Advertisement

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশনের আগেই কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুলের ছাত্র শুভ্রদীপ জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন অ্যাডভান্সড-ও দিয়েছেন। সেই পরীক্ষার ফল প্রকাশিত হবে ৯ জুন। কী ভাবে দু'টি পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন নদিয়ার এই ছাত্র? প্রশ্নের উত্তরে শুভ্রদীপ জানিয়েছেন, উচ্চমাধ্যমিকের পাশাপাশি জেইই অ্যাডভান্সড পরীক্ষার প্রস্তুতিতে বেশি সময় দিয়েছেন তিনি।

প্রস্তুতির বিষয়ে শুভ্রদীপ বলেন, ‘‘অ্যাডভান্সডের প্রস্তুতিই পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশনের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠেছিল। এর জন্য নিয়মিত পুরোনো প্রশ্নপত্র সলভ করা, মক টেস্ট দেওয়ার অভ্যাস করেছিলাম, যাতে যেখানে যা সমস্যা হচ্ছে, তা বুঝে আরও ভাল ভাবে বিষয়গুলিকে রপ্ত করতে পারি।’’

Advertisement

মা-বাবার সঙ্গে শুভ্রদীপ। সংগৃহীত ছবি।

শুভ্রদীপের বাবা আরপিএফ-এর হেড কনস্টেবল, মা গৃহবধূ। ছেলের সাফল্যে আনন্দিত তাঁরা। শুভ্রদীপের ভবিষ্যৎ পরিকল্পনা কী? তিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহী। তবে পেশা হিসাবে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং ক্ষেত্রটি তাঁর পছন্দের তালিকায় রয়েছে। পরবর্তী শিক্ষাবর্ষে যাঁরা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান, তাঁরা কী ভাবে পড়াশোনা করবেন, সেই বিষয়ে শুভ্রদীপ জানিয়েছেন, রসায়ন, পদার্থবিদ্যা এবং গণিত পছন্দ করেন, কিংবা সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আরও জানার আগ্রহ আছে, এমন পড়ুয়ারাই জয়েন্ট এন্ট্রান্সের মতো পরীক্ষায় ভাল ফল করতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement