সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পিএইচডি-র জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে নিউটাউনের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে। এই নিয়ে সবিস্তার বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তিতে পিএইচডিতে ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা থেকে শুরু করে বাকি তথ্য বিশদ জানানো হয়েছে। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইন এবং অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত বিষয়ে পিএইচডি-র সুযোগ রয়েছে, সেগুলি হল— বাণিজ্য, অর্থনীতি, ইংরেজি, আইন, মনোবিদ্যা এবং সোশ্যাল ওয়ার্ক। এর মধ্যে আইনেই রয়েছে সর্বাধিক আসন। যেখানে মোট ১১টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। আসনসংখ্যার পাশাপাশি কোন বিষয়ের কোন কোন ক্ষেত্রে গবেষণার সুযোগ পাবেন পড়ুয়ারা, তা-ও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
পিএইচডিতে আবেদনের জন্য আগ্রহীদের ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। যাঁদের এমফিলে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর রয়েছে, তাঁরাও পিএইচডিতে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এ ছাড়াও যোগ্যতার বিভিন্ন মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পিএইচডিতে বিশ্ববিদ্যালয় আয়োজিত লিখিত পরীক্ষা (রেট) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। লিখিত পরীক্ষাটি হবে দু’ঘণ্টা ধরে। মোট নম্বর থাকবে ১০০। পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হলে তবেই ইন্টারভিউ দেওয়া যাবে। যাঁরা ইউজিসি নেট/ ইউজিসি-সিএসআইআর নেট/ গেট/ সিড বা অন্যান্য জাতীয় স্তরের পরীক্ষায় উত্তীর্ণ বা জাতীয় ফেলোশিপ প্রাপক, তাঁদের শুধুমাত্র ইন্টারভিউ দিলেই চলবে।
আগ্রহীদের এর জন্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ২,৫০০ টাকা। এর পর আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও পাঠিয়ে দিতে হবে। অনলাইন এবং অফলাইনে আবেদনের শেষ দিন আগামী ১৪ এবং ১৯ অগস্ট। পরীক্ষা এবং ইন্টারভিউ হবে আগামী ৭ এবং ১৭-২০ সেপ্টেম্বর। এই বিষয়ে বাকি তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।