প্রতীকী চিত্র।
চলতি বছরের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এগজ়ামিনেশন (সিজিএল) পরীক্ষার দিন ঘোষণা করল স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। বৃহস্পতিবার এই মর্মে কমিশনের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ থেকে ২৬ সেপ্টেম্বর দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে টিয়ার ১ বা প্রথম স্তরের পরীক্ষার আয়োজন করবে কমিশন।
এ বছরে মোট ১৭ হাজার ৭২৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে এসএসসি সিজিএল পরীক্ষার মাধ্যমে। গত ২৪ জুন থেকে শুরু হয়ে ২৭ জুলাই পর্যন্ত চলেছে পরীক্ষার আবেদন প্রক্রিয়া। মোট দু’টি টিয়ার বা স্তরে সিজিএল পরীক্ষার আয়োজন করবে এসএসসি। আগামী সেপ্টেম্বরে প্রথম স্তরের পরীক্ষার পর ডিসেম্বর মাসে দেশ জুড়ে দ্বিতীয় স্তরের পরীক্ষার আয়োজন করা হবে।
দেশের বিভিন্ন সরকারি মন্ত্রক, দফতর এবং সংস্থায় গ্রুপ ‘বি’ এবং ‘সি’ স্তরের অফিসার নিয়োগ করা হবে সংশ্লিষ্ট পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার ফলাফল এবং প্রার্থীদের পছন্দের উপর নির্ভর করে তাঁদের জন্য বিভিন্ন পদ বরাদ্দ করা হবে।