St. Xaviers University News 2024

নিউটাউনে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভবন, রাজ্যের কাছে দাবি আরও ১০ একর

উল্লেখ্য, আগামী ১৫ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৪
Share:

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

ন’বছর আগে নিউটাউনে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের জন্য জমি বরাদ্দ করেছিল রাজ্য সরকার। সেখানে ২০১৮ সালে মোট ১৭ একর জমির মধ্যে সাত একরে গড়ে তোলা হয় বিশ্ববিদ্যালয়ের মূল ভবন। এ বার বাকি ১০ একর জমিতে গড়ে তোলা হবে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভবন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তরফে আনুষ্ঠানিক ভাবে এমনটাই ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার প্রসার ও উন্নয়নের জন্য রাজ্য সরকারের কাছে আরও ১০ একর জমি চাইলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের তরফে এই দিন জানানো হয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভবনে বেশ কিছু নতুন পাঠক্রমও চালু করা হবে। পরের বছর নবনির্মিত নতুন ‘বি’ ব্লকে শুরু হবে এলএলএম কোর্স। এর পর ২০২৬ সালে শুরু করা হবে বিটেক কোর্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং-এর নানা জনপ্রিয় পাঠক্রম। ২০২৭ সালে বিশ্ববিদ্যালয়ের আইআইটি খড়্গপুরের সঙ্গে যৌথ ভাবে চালু করবে ডিজাইনিং কোর্স।

নতুন যে বিল্ডিং তৈরি হবে, সেই বিল্ডিংয়ে থাকবে ১৮০ বেশির ক্লাসরুম। জেভিয়ার্স ল স্কুলের ব্লক 'বি'-কে ওই নয়া বিল্ডিংয়ে স্থানান্তরিত করা হবে।

Advertisement

অনুষ্ঠানে উপাচার্য ফেলিক্স রাজ বলেন, ‘‘আমরা ছাত্রছাত্রীদের সুবিধার্থে নানান জনপ্রিয় কোর্স চালু করছি। যাতে পড়ুয়াদের নতুন বিষয়গুলি পড়ার জন্য রাজ্য বা দেশের বাইরের কোনও কলেজে যেতে না হয়। এমনকি দেশের বাইরের পড়ুয়ারাও আমাদের রাজ্যে এই কোর্সগুলি করতে পারবেন।’’

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস ৮ই ফেব্রুয়ারি। ওই দিন বিশ্ববিদ্যালয়ে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের মুখ্যসচিব বিনোদ কুমারকে আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গিয়েছে, ওই দিন তিনি রাজ্যের শিক্ষানীতি নিয়ে তাঁর মতামত জানাবেন।

উল্লেখ্য, আগামী ১৫ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হবে। ওই দিন মোট ৮৬০ জন পড়ুয়াকে ডিগ্রি প্রদান করা হবে। একই সঙ্গে পুরস্কৃত করা হবে আট জন পিএইচডি স্কলারকেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement