সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয় দিচ্ছে একাধিক বিষয়ে পিজি ডিপ্লোমা, পিজি সার্টিফিকেট, ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সে সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যাল ওয়ার্ক, মিউজিওলজি এবং হেরিটেজ ম্যানেজমেন্ট, জিআইএস এবং রিমোট সেন্সিং, ঝুমুর, কম্পিউটার অ্যাপ্লিকেশন-সহ আরও নানা বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। সব ক’টি কোর্সই এক বছর থেকে ছ’মাস মেয়াদের। পাবলিক হেলথ এবং জিয়ো ইনফরমেটিক্স কোর্সের মূল্য ১০ হাজার টাকা। বাকি কোর্সগুলি আড়াই থেকে পাঁচ হাজার টাকার মধ্যে। বেশির ভাগ কোর্সের ক্ষেত্রে স্নাতক উত্তীর্ণ হওয়া দরকার। বাকি সবিস্তার তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ৩১ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।